কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
অল্লু অর্জুন ও প্রভাসের অনুরাগীদের মধ্যে ঝামেলা, হাতাহাতির পরিস্থিতি
দুই তারকার অনুরাগীদের মধ্যে এমন বিতর্ক প্রায়ই শুরু হয় যে কোন তারকা বেশি ভাল! এই ধরনের আলোচনা অনেক সময়েই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। এবারেও তেমনই এক কাণ্ড ঘটল, যা বেশ আশঙ্কাজনক। বেঙ্গালুরুতে অল্লু অর্জুন ও প্রভাসের অনুরাগীদের মধ্যে বচসার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অল্লু অর্জুনের অনুরাগীরা খুব খারাপভাবে প্রভাসের এক ফ্যানকে অপমান করছে। একদিকে অল্লু অর্জুনের একদল ফ্যান। অপরদিকে প্রভাসের একজন ফ্যান। ফলে দলে ভারী 'পুষ্পা'র অনুরাগীরা। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে অল্লু অর্জুনের অনুরাগীরা শারীরিকভাবে আক্রমণ করছে প্রভাস অনুরাগীকে এবং তাকে জোর করছে 'জয় অল্লু অর্জুন' বলতে। এই আক্রমণে রীতিমতো রক্ত ঝরতে দেখা যায় আক্রান্তের শরীর থেকে, ভিডিও অনুযায়ী। সোশ্যাল মিডিয়ার একাধিক পোস্ট অনুযায়ী প্রভাসের অনুরাগী ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন 'বানি' অর্থাৎ অল্লু অর্জুনকে বিদ্রুপ করে। এর ফলস্বরূপ অল্লু অর্জুনের অনুরাগীরা মুখোমুখি দেখা করে এই 'সমস্যা'র সমাধান করতে চান, যেখান থেকে এই সমস্যার সম্মুখীন হয়।
সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন 'বার্থডে বালিকা' শ্রেয়া ঘোষাল
বালিতে (Bali) ছুটি কাটাচ্ছেন 'বার্থডে গার্ল' (birthday girl) থুড়ি 'বার্থডে বালিকা'। তিনি আর কেউ নন, ভারতীয় সঙ্গীতশিল্পী, বঙ্গ তনয়া শ্রেয়া ঘোষাল। জন্মদিনের একদিন আগে, নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন গায়িকা। ১২ মার্চ, ৪০ পূর্ণ করলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal Birthday)। তাঁর কণ্ঠে মজেন আট থেকে আশি। গান গেয়েছেন অজস্র ভাষায়। একাধিক সেরার শিরোপা উঠেছে তাঁর মাথায়। তিনি শ্রেয়া ঘোষাল। আজ, ১২ মার্চ তিনি পূর্ণ করলেন ৪০ বছর। জন্মদিনে এখন তিনি সমুদ্র সৈকতে। ইন্দোনেশিয়ার বালিতে ছুটি কাটাচ্ছেন। গতকাল তিনি 'সিক্ত' একটি ছবি পোস্ট করে লেখেন, 'বার্থডে বালিকা ইন বালি'। গাঢ় সবুজ টপে, খুব সামান্য মেকআপে, ভেজা চুল খুলে ছবি তোলেন তিনি। বোঝাই যাচ্ছে চুটিয়ে উপভোগ করছেন এই ভেকেশন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।