কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।


জলকষ্টের লড়াইয়ে সামিল বাবিল খান, দিলেন ৫০ হাজার অনুদান


সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইউটিউবার (YouTuber) প্রেম কুমারকে (Prem Kumar) ৫০ হাজার টাকা দান করছেন ইরফান-পুত্র বাবিল খান। কেন? পালঘরে জলকষ্ট, সেই অবস্থা থেকে রেহাই পেতেই আর্থিক সাহায্য 'কলা' অভিনেতার। সোশ্যাল মিডিয়ায় এখন একটি ভিডিও ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে ইউটিউবার প্রেম কুমারকে ৫০ হাজার টাকা ট্রান্সফার করছেন অভিনেতা বাবিল খান। প্রেম কুমারকে তিনি বলেন, 'আমার নাম লেখার প্রয়োজন নেই, তুই খুব ভাল কাজ করছিস।' তিনি নাম লেখাতে না চাইলেও, ভিডিও ততক্ষণে ভাইরাল। বাবিলের এই সাহায্যে স্বাভাবিকভাবেই আপ্লুত ইউটিউবার, প্রেম কুমার, যাঁকে সকলে 'ইউনিক ভাইরাল ভ্লগ' ইনস্টাগ্রাম ও ইউটিউব হ্যান্ডলে চেনে। অভিনেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেতা কমেন্টে লেখেন, 'প্রিয় বাবিল খান, তোমার অদম্য সাহায্যের জন্য যথেষ্ট ধন্যবাদ জানাতে পারব না। তোমার উদারতা আমাদের কাছে ও মুম্বইয়ের গ্রামের কাছে পরম প্রাপ্য। তোমার অনুদানের ৫০ হাজার টাকা এখানকার জলের সমস্যা দূর করতে অনেকটা সাহায্য করবে আমাদের। তোমার সহৃদয়তা যে সকল মানুষের প্রয়োজন তাঁদের জীবন বদলে অনেক বড় অবদান রাখছে। সহানুভূতির উজ্জ্বল উদাহরণ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার সমর্থন আমাদের একটি ভাল আগামীর আশা দেয়।' নিজের ইনস্টাগ্রামেও মুম্বইয়েক জাহওয়ার গ্রামের জলকষ্ট নিয়ে পোস্ট করেন তিনি। লেখেন, 'মুম্বইয়ের জাহওয়ার গ্রামে ২৪ দিন কাটিয়ে বাড়ি ফিরে এসেছি, যেখানে আমি স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জলকষ্টের সঙ্গে লড়াইয়ে সহায়তা করার জন্য নিজেকে উৎসর্গ করি, এবং বুঝতে পারি যে আমার আর কোনও সঞ্চয় বাকি নেই। তখনই তোমার উদারতা আশার আলোর মতো জ্বলে উঠল। ধন্যবাদ বাবিল খান ভাই, তোমার সমর্থনের জন্য।'


 




কবে আসছে 'পঞ্চায়েত' সিজন ৩?


বহুদিন ধরে অপেক্ষায় দর্শকেরা। কবে মুক্তি পাচ্ছে 'পঞ্চায়েত সিজন ৩' ('Panchayat Season 3' Release Date)? সেই প্রশ্নের উত্তর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওস (Amazon Prime Videos)। তবে খানিক অন্যভাবে। মজার এক খেলায় মেতেছেন তাঁরা। 'পঞ্চায়েত' সিরিজটি তার রসবোধের জন্য এমনিতেই বিখ্যাত, এবার তাদের নয়া 'গেসিং গেম'-এ (guessing game) অংশ নিতে আহ্বান জানাচ্ছে গোটা টিম। সোমবার প্রাইম ভিডিও তাদের আগামী ওটিটি মুক্তির তারিখ নিয়ে মজার খেলায় মেতেছে। সঙ্গে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হল সকল অনুরাগীদের। স্ট্রিমিং প্ল্যাটফর্মের তরফে এবং সিরিজের কাস্টের তরফে পোস্ট করে 'লাউ সরানো'র ডাক দেওয়া হচ্ছে। একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করা হয়েছে তাদের তরফে, যা দেখে উত্তেজিত অনুরাগীদের মধ্যে বিহ্বলতা স্বাভাবিকভাবেই আরও বেড়েছে। যে ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে স্ক্রিনজুড়ে রয়েছে প্রচুর লাউ। তার পিছনেই নাকি লুকিয়ে রয়েছে সিজন ৩ মুক্তির তারিখ। ক্যাপশনে লেখা, ''পঞ্চায়েত'-এর নতুন সিজন কবে থেকে দেখা যাবে তা জানতে তর সইছে না? লিঙ্ক ইন বায়োতে গিয়ে একটা লাউ সরিয়ে ফেলুন তারিখ জানতে।'


আরও পড়ুন: Top Entertainment News Today: ভোজপুরি অভিনেত্রীর দেহ উদ্ধার, 'রাম কৃষ্ণা' ধারাবাহিকে বিবাহপর্ব, বিনোদনের সারাদিন






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।