আমদাবাদ: চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) নিজেদের পারফরম্যান্সে সকলেরই মন জিতেছেন আফগানিস্তান ক্রিকেট দল (Afghanistan Cricket Team)। অল্পের জন্য সেমিফাইনাল হাতছাড়া হয়েছে আফগানদের। তবে মাঠের পাশাপাশি মাঠের বাইরেও আফগানদের মন জয়ের পালা অব্যাহত। সম্প্রতি এক ভাইরাল ভিডিও আফগানিস্তানের তারকা ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ়কে (Rahmanullah Gurbaz) টাকা বিলোতে দেখা যায়।
আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছিল আফগানিস্তান ক্রিকেট দল। সেই ম্যাচে হারতে হলেও, দুরন্ত লড়াই করেছে আফগানিস্তান। সেই আমদাবাদেই রাত তিনটের সময় গাড়ি থামিয়ে ফুটপাতে থাকা মানুষজনের টাকা বিতরণ করতে দেখা যায় গুরবাজ়কে। আফগান তারকা গুরবাজ় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজির তরফেও গুরবাজ়ের এই ভিডিওটি শেয়ার করা হয়।
কেকেআরের তরফে এই ভিডিওটি শেয়ার করে লেখা হয়, 'এই মাসের শুরুতে আফগানিস্তানের হেরাত ভূমিকম্পে বিধ্বস্তদের জন্য টাকা তোলা থেকে বিদেশের মাটিতে নিজের মানবিক দিকের প্রদর্শন। তুমি আমাদের সকলকে অনুপ্রাণিত কর। ঈশ্বর তোমার মঙ্গল করুক জানি।'
এই ম্যাচের আগেই ইরফান পাঠানের বাড়িতেও যান আফগান ক্রিকেটাররা। তাঁর বাড়িতেই খোশমেজাজে আড্ডা দেন রশিদ খানরা। সেই ভিডিও বেশ ভাইরাল হয়েছিল। ইরফান পাঠানকে চলতি বিশ্বকাপেই আফগানিস্তানের জয়ের পর রশিদ খানদের সঙ্গে মাঠেই নাচতে দেখা যায়। তারপর গোটা আফগান দলকে নিজের বাড়িতে নিমন্ত্রণের মাধ্যমে পাঠান ও রশিদ খানদের মধ্যেকার সম্পর্ক যে কতটা মিষ্টিমধুর। তারই পরিচয় পাওয়া যায়।
এই বিশ্বকাপের আগে যেখানে আফগানিস্তান দল ওয়ান ডের মেগা টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ জিতেছিল। সেখানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলির বিরুদ্ধে সেয়ানে সেয়ানে টক্কর দেওয়ার পাশাপাশি আফগানরা পাকিস্তানকেও হারায়। আফগান দলের এহেন পারফরম্যান্স কিন্তু বিশেষজ্ঞদের বাহবা কুড়িয়ে নিয়েছে। লিগ তালিকায় প্রথম সাতের মধ্যে থেকে তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলারও যোগ্যতা অর্জন করে নিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: অপরাজিতভাবেই বিশ্বকাপ জিতবে ভারত, আশাবাদী ভিভ রিচার্ডস