কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।


মরে গিয়েও 'বেঁচে' উঠলেন পুনম, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড়


মরে গিয়েও 'বেঁচে' উঠলেন পুনম পাণ্ডে (Poonam Pandey Alive)! গল্পকথা নয়, খাঁটি বাস্তব। আজ, শনিবার, নিজের ইনস্টা অ্যাকাউন্টে এ কথা জানিয়ে পোস্ট দিয়েছেন মডেল-অভিনেত্রী নিজেই। বললেন, 'যাঁরা কষ্ট পেয়েছিলেন, তাঁদের জন্য দুঃখিত। তবে আমার উদ্দেশ্য় একটাই ছিল - মানুষ যেন একটা ধাক্কা খেয়ে সার্ভাইকাল ক্যানসারের মতো বিষয় নিয়ে আলোচনা শুরু করেন।' গত কাল, অর্থাৎ শুক্রবার ৩২ বছরের মডেল-অভিনেত্রীর 'মৃত্যুসংবাদে' চমকে উঠেছিল ইন্ডাস্ট্রি। অনেকে যেমন শোকপ্রকাশ করেন, তেমনই অনেকে আবার সন্দেহও জানিয়েছিলেন। এখন তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং (Trending)। তবে শনিবার তাঁর এই স্বীকারোক্তিতে ক্ষুব্ধ একাধিক তারকা, যাঁদের মধ্যে তাঁর নিজের বন্ধুরাও রয়েছেন। অনেকের মতে এমন 'অসংবেদনশীল' ঠাট্টা করা তাঁর একেবারেই উচিত হয়নি। 


 






দ্বিতীয় সন্তানের অপেক্ষায় 'বিরুষ্কা'


সমস্ত জল্পনার অবসান ঘটালেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এ বি ডিভিলিয়ার্স (AB De Villiers)। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) অনুপস্থিতি নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটালেন তিনি। ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) কোলে আসতে চলেছে তাঁদের দ্বিতীয় সন্তান (Second Child)। তাঁর কথায়, জীবনের এই গুরুত্বপূর্ণ সময় প্রিয় মানুষের সঙ্গে থাকার জন্য কর্মবিরতির নেওয়ার ফলে তাঁর সমালোচনা করা একেবারেই উচিত নয়। শনিবার তাঁর ইউটিউব চ্যানেলে ডিভিলিয়ার্স এক অনুরাগীর প্রশ্নের উত্তরে বলেন, 'আমি জানি যে ও ভালই আছে। ও আপাতত ওর পরিবারের সঙ্গে খানিক সময় কাটাচ্ছে, সেই কারণে প্রথম দুটো টেস্ট ম্যাচে থাকতে পারছে না।'


আরও পড়ুন: Top Entertainment News Today: পুনম পাণ্ডে জীবিত! বাঙালি হিসেবে নজির যীশুর, বিনোদনের সারাদিন






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।