কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।


হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রাখী সবন্ত? 


হাসপাতালে ভর্তি হলেন রাখী সবন্ত (Rakhi Sawant)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ছবিতে, যেগুলি বিভিন্ন পাপারাৎজিরা (Paparazzi) পোস্ট করেছেন, দেখা যাচ্ছে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন। তাঁর আঙুলে 'পালস অক্সিমিটার' লাগানো, এবং বাম হাতে একটি 'ইন্ট্রাভেনাস ক্যানুলা' রয়েছে। যদিও তাঁর অসুস্থতার সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে যে হ্যান্ডল থেকে ছবি পোস্ট করা হয়েছে তা ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। (Rakhi Sawant Hospitalised) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে রাখী সবন্তের ছবি। জনপ্রিয় পাপারাৎজি চিত্রগ্রাহক ভিরল ভয়ানির তথ্য অনুযায়ী, হৃদযন্ত্রের সমস্যার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উময়র সান্ধু নামে এক এক্স ব্যবহারকারীর হ্যান্ডলে যে ছবি পোস্ট করা হয়েছে সেখানেও দেখা যাচ্ছে রাখী হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। ক্যাপশনে লেখা, 'হৃদরোগে আক্রান্ত রাখী সবন্ত!! তাঁকে তড়িঘড়ি মুম্বইয়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি!'


 




দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় কত পেলেন সলমনের 'মুন্নি' হর্ষালি?


অভিনেতা অভিনেত্রীদের কটাক্ষের শিকার হওয়া নতুন নয়। আর তার ওপর যদি সেই অভিনেতা বা অভিনেত্রী হন, পড়ুয়া, তাহলে তো আর কথাই নেই। ঠিক একইরকমভাবে কটাক্ষের শিকার হতে হয়েছে বজরঙ্গি ভাইজান (Bajrangi Bhaijaan) ছবির সলমন খানের (Salman Khan) ছোট্ট নায়িকা মুন্নি ওরফে হর্ষালি মলহোত্রা (Harshaali Malhotra)-কে।  এইবছর দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন হর্ষালি। কেমন হল তাঁর রেজাল্ট? সোশ্যাল মিডিয়ায় নিজের রেজাল্ট বেশ মজার ছলেই শেয়ার করে নিয়েছেন হর্ষালি। একটি রিল শেয়ার করে নিয়েছেন তিনি। সেখানে প্রথমে আসছে সোশ্যাল মিডিয়ায় হর্ষালির উদ্দেশে আসা কিছু কিছু মন্তব্য, সেখানে কোথাও লেখা, 'সারাদিন রিল করতেই ব্যস্ত, পড়াশোনা করো?' কেউ আবার লিখেছেন, 'আদৌ কি স্কুলে যাও'? এই সমস্ত কথা তাচ্ছিল্যের সঙ্গে হাত দিয়ে সরিয়ে সরিয়ে দিচ্ছেন হর্ষালি। এরপরে তাঁর সামনে আনা হয় একটি কেক, ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে হর্ষালি জানান, CBSE বোর্ডে পরীক্ষা দিয়ে ৮৩ শতাংশ নম্বর পেয়েছেন হর্ষালি। 


আরও পড়ুন: 'Tahader Katha': সাধারণ মানুষের অসাধারণ গল্প নিয়ে আসছে 'তাহাদের কথা', ঘোষণা হল মুক্তির তারিখ






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।