কলকাতা: আরও এক নতুন ছবির ঘোষণা ও মুক্তির তারিখ এল প্রকাশ্যে। ঋষভ, রাজনন্দিনী অভিনীত 'তাহাদের কথা' (Tahader Katha) কবে মুক্তি পাবে? ঘোষণা করা হল আজ। (Release Date Announced)


ঘোষণা করা হল 'তাহাদের কথা' ছবির মুক্তির তারিখ


ঘোষণা করা হল নতুন ছবি 'তাহাদের কথা'-র শুভমুক্তির তারিখ। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋষভ, তৃষা, রাজনন্দিনী ও অনিন্দ্য। মানুষের জীবনের গল্প বলবে এই ছবি। কবে মুক্তি পাচ্ছে ছবিটি?


আগামী ২৪ মে বড়পর্দায় মুক্তি পাচ্ছে পরিচালক সুব্রত ঘোষের ছবি 'তাহাদের কথা'। মুখ্য চরিত্রে রয়েছেন ঋষভ বসু, তৃষা দাস, অনিন্দ্য সেনগুপ্ত, রাজনন্দিনী পাল, দীপক হালদার, অমিত সাহা, বিশ্বনাথ বসু, অরিন্দল বাগচি, ভদ্রা বসু, কৃষ্ণেন্দু দেওয়ানজি প্রমুখ।


যাদের সমাজে খুব একটা পরিচিতি নেই, যাদের কথা কেউ শুনতে চায় না, তাদের কথা নিয়েই তৈরি হয়েছে এই ছবি। ছবিতে রফিকুলের চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋষভ বসুকে। অন্যদিকে অনলের চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত। রাজনন্দিনীর চরিত্রের নাম সুস্মিতা, ও প্রিয়ঙ্কার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তৃষা দাসকে। ছবিতে জুটি হিসাবে দেখা যাবে অভিনেতা ঋষভ বসু ও তৃষা দাসকে। একজন নকশাল আন্দোলনের কর্মী হিসাবে অভিনয় করেছেন ঋষভ বসু। একজন ক্যাবারে ডান্সারের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তৃষা দাস।


অন্যদিকে অভিনেত্রী রাজনন্দিনী পালের সঙ্গে জুটিতে দেখা যাবে অভিনেতা অনিন্দ্য সেনগুপ্তকে। একটি কর্পোরেট অফিসে চাকরি করে অনল। সে ভালবাসে সুস্মিতাকে। তাদের প্রেমের গল্প কি পরিণতি পাবে? উত্তর মিলবে গল্পে।


 



ছবিটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরের নানা অংশে। ছবিতে গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও  কিঞ্জল চট্টোপাধ্যায়। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সপ্তক সানাই দাস।


আরও পড়ুন: Salman Khan: সলমন খানকে 'ক্ষমা করতে তৈরি' বিষ্ণোই সমাজ, কিন্তু মানতে হবে এই শর্ত... 


ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। আগামী ২৪ মে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। 'তাহাদের কথা' এমন সব সাধারণ মানুষের গল্প বলবে, যারা নিজেদের জীবনে নিজেরা অনন্য। সবার মধ্যে থেকেও তারা যেন আলাদা। সেই সমস্ত টুকরো গল্প নিয়েই এক বৃহৎ চিত্র তুলে ধরবে এই ছবি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।