কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।


ভাইরাল ফেক ভিডিও প্রসঙ্গে প্রতিক্রিয়া রশ্মিকা মান্দান্নার


অবশেষে মুখ খুললেন অভিনেত্রী রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna)। সোমবার, ৬ নভেম্বর, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে তিনি ভাইরাল হয়ে যাওয়া 'ডিপফেক ভিডিও' (Deepfake Video) প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। গতকাল এই ভিডিও ভাইরাল হয়েছে যা শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া ভুয়ো ভিডিওয় ব্রিটিশ-ভারতীয় ইনফ্লুয়েন্সার (British Indian Influencer) জারা পটেলের (Zara Patel) মুখকে ডিজিট্যালি বদলে রশ্মিকার মুখ ব্যবহার করা হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। তিনি লেখেন, 'এটা লিখতে গিয়ে এবং অনলাইনে ছড়িয়ে পড়া আমার ডিপফেক ভিডিও প্রসঙ্গে কথা বলতে গিয়ে খুব আহত বোধ করছি। এই ধরনের যে কোনও কিছু, সত্যি বলতে, প্রচণ্ড ভয়ের, শুধু আমার জন্য না, বরং আমাদের প্রত্যেকের জন্য যাঁরা এখন যে টেকনলজির অপব্যবহার করা হচ্ছে তার শিকার হতে পারেন।' তিনি আরও লেখেন, 'আজ, একজন মহিলা ও একজন অভিনেত্রী হিসেবে, আমি আমাক পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ যাঁরা আমার রক্ষক ও আমার পাশে দাঁড়ান। কিন্তু এটা যদি আমার সঙ্গে স্কুল বা কলেজে পড়ার সময় হত, আমি সত্যিই ভাবতে পারছি না যে এমন পরিস্থিতি কোনওদিনই কীভাবে সামলাতাম। আমাদের একজোট হয়ে এর প্রতিবাদ করা উচিত এবং আরও কেউ এই সমস্যার সম্মুখীন হওয়ার আগেই তা দ্রুত করা উচিত।'




রাহার জন্মদিনে আলিয়া মনে করলেন বিশেষ এক 'সুর'


রঙিন কেকের ওপর খুদে দুটো হাত। তাতে ক্রিম আর ভালবাসা মাখামাখি। পরের ছবিটে তিনটি হাত, তিনটি ফুল। বাবা ও খুদের হাতে ধরা গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা মায়ের হাতে। পরের ছবি সুরেলা। ছোট্ট যন্ত্র থেকে ভেসে আসছে জন্মদিনের শুভেচ্ছা-মাখা সুর। ১ বছর পূর্ণ করল ছোট্ট রাহা (Raha)। আজ আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রনবীর কপূরের (Ranbir Kapoor) বাবা-মা হওয়ার জন্মদিন। মেয়ে ছোট্ট রাহা ১ বছর পূর্ণ করল। আর সোশ্যাল মিডিয়ায় ৩টি ছবি পোস্ট করে তাকে আদুরে শুভেচ্ছা জানালেন মা আলিয়া। সোশ্যাল মিডিয়ায় আলিয়া লিখেছেন, 'আমাদের আনন্দ, আমাদের জীবনের আলো... আমাদের জীবন। মনে হয়, এই তো গতকালের কথা... যখন আমরা La vie en rose গানটা বাজাতাম আর তুমি আমার পেটের ভিতর লাথি মারতে। তোমায় আমরা আমাদের জীবনে পেয়েছি.. এর থেকে বড় আশীর্বাদ আর কিছু হয় না। তুমি আমার জীবনটা প্রত্যেকদিন একটা দুর্দান্ত স্বাদের বড় কেকের মতোই উপাদেয় করে তোলো। শুভ জন্মদিন আমার ছোট্ট বাঘিনী। ভালবাসা শব্দটাও তোমার কাছে ছোট।'


আরও পড়ুন: Top Entertainment News Today: রশ্মিকার 'ডিপফেক ভিডিও' ভাইরাল, ছোটপর্দায় ফিরছে 'মিঠাই', বিনোদনের সারাদিন


 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial