'Kaliachak Chapter 1' Release Date: অবশেষে প্রকাশ্যে এল অ্যাকশন থ্রিলার (Action Thriller Movie) ঘরানার ছবি 'কালিয়াচক চ্যাপ্টার ১' (Kaliachak Chapter 1)- এর মুক্তির দিনক্ষণ। আগামী ২ অগস্ট মুক্তি পেতে চলেছেন রাতুল মুখোপাধ্যায়ের ছবি 'কালিয়াচক চ্যাপ্টার ১'। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে এই ছবি মুক্তির কথা ছিল ১৪ জুন। কিন্তু তার ঠিক তিনদিন আগে ১১ জুন পরিচালক জানান যে পূর্বনির্ধারিত দিনে সিনেমা রিলিজ হচ্ছে না। তবে অবশেষে সব বাধা-জট কাটিয়ে সিলভার স্ক্রিনে আসতে চলেছে 'কালিয়াচক চ্যাপ্টার ১'। 


অবশেষে সব সমস্যার সমাধান করে লঞ্চ হতে চলেছে রাতুল মুখোপাধ্যায়ের নতুন বাংলা ছবি। স্বভাবতই নতুন ছবি নিয়ে উচ্ছ্বসিত পরিচালক। তিনি বলছেন, 'ক্রাইম থ্রিলার নিয়ে সেইভাবে বাংলা ছবি হয় না। 'কালিয়াচক চ্যাপ্টার ১' একটি কল্পকাহিনী যেটা মানুষের আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ ভাবে প্রাসঙ্গিক মনে হবে। ওখানকার আঞ্চলিক ভাষা শুনতে ভীষণ মিষ্টি। গোটা ছবিতে নানা জায়গাতে ব্যবহার করা হয়েছে। অধিকাংশ বাংলা ছবির মতো এই ছবিতে সব চরিত্র এক ভাবে কথা বলে না। অনেক নতুন মুখ রয়েছে যাঁরা এই ছবি অভিনয় করেছেন। সঙ্গে অবশ্যই রয়েছেন অভিজ্ঞ অভিনেতা-অভিনেত্রীরাও। ছবির গল্প, অভিনয়, সিনেমাটোগ্রাফি, সঙ্গীত- সবেতেই দর্শকরা নতুনত্বের ছোঁয়া পাবেন বলে আমার বিশ্বাস।' রাতুল আরও বলেছেন যে, 'এই ছবি ইউএসপি হল অধিকাংশ নতুন মুখ যাঁদের নিয়ে কোনও জনমত তৈরি হয়নি এখনও। আর সেটাই এই ছবির গল্পের দুনিয়ায় মানুষকে প্রবেশ করতে সাহায্য করবে।' 


এর আগে ছবি মুক্তির দিন কেন পিছিয়ে গিয়েছে সেই প্রসঙ্গে এবিপি লাইভের তরফে যোগাযোগ করা হয়েছিল পরিচালক রাতুলের সঙ্গে। সেই সময় তিনি জানিয়েছিলেন, 'একেবারেই অপ্রত্যাশিত কিছু প্রযুক্তিগত কারণের জন্য পূর্বঘোষিত ১৪ জুন রিলিজ করা যাচ্ছে না 'কালিয়াচক চ্যাপ্টার ১'। তবে সেই সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা চলছে। যেভাবে আমরা প্রতিটি গান মুক্তির পর, ট্রেলার মুক্তির পর মানুষের ভালবাসা পেয়েছি, তাতে আমি ও আমাদের গোটা টিম দর্শকের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। মুক্তির তারিখ বদলাচ্ছে, সেটা তাঁদের জানানো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তবে খুব শীঘ্রই বড়পর্দায় আসছে 'কালিয়াচক চ্যাপ্টার ১'।' 


'সাঁই বাংলা ফিল্মস' এবং নয়ন রাজের প্রযোজনায় রাতুলের ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাঁর স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। ট্রেলারেই জানা যায় কালিয়াচক নামক স্থানের একদল বাসিন্দার কাজকর্মের গল্প বলবে এই ছবি। লোভ, হিংসা, প্রতিশোধ, খুন, রক্তের মোড়কে তৈরি ট্রেলারে রুদ্ররূপে দেখা মেলে রূপাঞ্জনার। শক্ত হাতে দুষ্টের দমন করতে পারবেন তিনি? ছবিতে অভিনয় করবেন, নবাগত অসীম, পার্থসারথী, দেবপ্রসাদ হালদার, দেবপ্রতীম দাশগুপ্ত, প্রতীশ ঘোষ প্রমুখ। অতনু তানুজ ঘোষের লেখা চিত্রনাট্যে তৈরি ছবিটি। 


আরও পড়ুন- জয়া-ঐশ্বর্য-শ্বেতা... তিন নারীর মাঝে পড়ে কেমন জীবন অভিষেকের? করণ জোহরের প্রশ্নে কী বললেন জুনিয়র বচ্চন 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।