কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।


করিনার নাম 'ঢাকলেন' সেফ, দাম্পত্যে চিড়?


সেই প্রায় ২০০৭ সাল থেকে সম্পর্কে রয়েছেন সেফ আলি খান (Saif Ali Khan) ও করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। এরপর ২০১২ সালে বিয়ে। তবে সম্পর্কের প্রথম দিকেই নিজের হাতে স্ত্রীয়ের নাম খোদাই করে ফেলেন অভিনেতা। দেবনাগরী হরফে সেফ নিজের হাতে ট্যাটু (Tattoo Changed) করেন 'করিনা'। কিন্তু সম্প্রতি তাঁর সেই ট্যাটু বদলে গেল? নজরে পড়ল এক পাপারাৎজির। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই শোরগোল। বাঁ-হাতে ট্যাটু করিয়েছিলেন করিনার নাম। যা ভালই নজরে পড়ত। সম্প্রতি দেখা গেল সেই ট্যাটুর ওপর দিয়ে অন্য ডিজাইন করে করিনার নাম ঢেকে ফেলেছেন অভিনেতা। এমন ক্ষেত্রে প্রথমেই ওঠে বিচ্ছেদের গুঞ্জন। তবে সেফ-করিনা জুটির ক্ষেত্রে তেমন কেউই মনে করছেন না। নেটিজেনদের একাংশের দৃঢ় বিশ্বাস আগামী কোনও ছবির কাজের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন সেফ। পোস্টে এক অনুরাগী কমেন্ট করে লেখেন, 'শান্ত হয়ে যান প্রত্যেকে, এটা একটা সিনেমার জন্য।' অনেকেই আবার তাঁর নতুন ট্যাটুর ডিজাইনের মানে খুঁজতে চেষ্টা করেন। সেই দেখে যদি অন্তত কারণ খুঁজে পাওয়া যায়। তবে এখনও বিশেষ কেউ সাফল্য বোধ হয় লাভ করেননি। 


 






'হোবি' না 'হবি', বানান বিতর্কে 'অযোগ্য' ছবির প্রথম গান


প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। বাংলা সিনে দুনিয়ার অন্যতম চর্চিত ও জনপ্রিয় হিট জুটি। এবার তাঁদের একসঙ্গে পঞ্চাশতম সিনেমা আসছে, নাম 'অযোগ্য' (Ajogyo)। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমায় দেখা যাবে জুটিকে। প্রকাশ্যে এল ছবির প্রথম গান 'তুই আমার হোবি না' (Tui Amar Hobi Na)। আর মুক্তি পেতেই সেই নিয়ে শুরু হল 'বানান বিতর্ক'। এই বিষয়ে এবিপি লাইভ যোগাযোগ করেছিল গানটির পরিচালক রণজয় ভট্টাচার্যের সঙ্গে। তাঁর কী মতামত? এই প্রথমবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে কাজ করলেন রণজয় ভট্টাচার্য। তাঁর কথায় ও সুরে তৈরি গান 'তুই আমার হোবি না' প্রকাশ্যে এনেই শুরু হল 'অযোগ্য' ছবির অ্যালবাম রিলিজ। শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানটি মনে ধরেছে অনেকেরই। তবে এই গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্কও। নেটিজেনদের একাংশের মতে গানটির শিরোনামে ভুল বানান ব্যবহার করা হয়েছে। 'হোবি' নয়, সঠিক বানান 'হবি'। এই প্রসঙ্গে ইতিমধ্যেই একটি পোস্ট করেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। এবিপি লাইভকে রণজয় খানিক হেসেই বলেন, 'যেটা হচ্ছে সেটা দেখে খুব অবাক হয়েছি। অবাক হচ্ছি কারণ মানুষের টাইটেলের বানান নিয়ে এত সমস্যা হচ্ছে যে তাঁরা গানটাই আর শুনছেন না। এটা তো বাংলা নিয়ে বিতর্কসভা হচ্ছে না। সেখানে বানান নিয়ে এত আলোচনা হলে বুঝতাম। আমার মনে হয় গানটা মানুষের শোনা উচিত।' এরপর আজ ফের একটি পোস্ট করে পরিচালক 'ভুল হয়ে গেছে' বলে জানান। শ্রোতাদের 'কষ্ট' না দিয়ে গানের নামের বানান বদলে রাখা হয়েছে 'তুই আমার হ'বি না'। 




আরও পড়ুন: Top Entertainment News Today: নজরুলের ভূমিকায় কিঞ্জল নন্দ, প্রকাশ্যে সৃজিতের 'পদাতিক' ছবির টিজার, বিনোদনের সারাদিন




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।