কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে। 


সৃজিত ও যীশুর 'জাম তারা'


তাঁদের মনোমালিন্যের খবর নতুন নয়। টলিপাড়ায় (Tollywood) কান পাতলেই সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ও যীশু সেনগুপ্তের (Jisshu U Sengupta) সম্পর্কের ফাটলের জল্পনা শোনা যায়। তবে সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই স্বীকার করেছেন যে তাঁদের মধ্যে সমস্যা নেই, ঝগড়া হলে তা মিটেও যায়। এবার সেই কথার হাতেনাতে মিলল প্রমাণ। বর্ষার বিকেলে বসল গান বাজনার আসর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হল ভিডিও। ড্রামস্টিক হাতে উঠলে যীশু সেনগুপ্তের মুখে চওড়া হাসি তাঁর অনুরাগীদের বিশেষ অচেনা নয়। অভিনয়ের পাশাপাশি তিনি খুব ভাল ড্রামস বাজান। এবার তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন সৃজিত মুখোপাধ্যায়, মাউথ অর্গ্যানে। ক্যামেরাবন্দি তাঁদের 'জ্যাম' সেশন। মজা করে সেই ভিডিওর ক্যাপশনে সৃজিত লিখলেন, 'জাম-তারা'। ১৯৭২ সালে মুক্তি প্রাপ্ত রাজেশ খান্না ও তনুজা অভিনীত জনপ্রিয় ছবি 'মেরে জীবন সাথী'র গান 'চলা যাতা হুঁ'র সুর তুললেন মাউথ অর্গ্যানে সৃজিত মুখোপাধ্যায়। তার সঙ্গে তাল মিলিয়ে ড্রামস বাজাচ্ছেন অভিনেতা যীশু সেনগুপ্ত। এমন দৃশ্য বেশ কিছুদিন পর দর্শকের নজরে পড়ল। স্বভাবতই উচ্ছ্বসিত অনুরাগীরা। 


 






অনুপম খেরের ৫৩৯তম ছবি


আবারও খবরের শিরোনামে অভিনেতা অনুপম খের (Anupam Kher)। খুব শীঘ্রই শুরু হচ্ছে তাঁর জীবনের ৫৩৯ তম ছবির কাজ। আর সেই ছবি নিয়েই নতুন তথ্য় শেয়ার করলেন অভিনেতা। তিনি নিজেই জানালেন এই ছবি পৌরাণিক কাহিনি বা কোনও মহাকাব্যের উপর ভিত্তি করে নয়। ববং এটি হতে চলেছে ভারতের সবচেয়ে বড় মাল্টি ল্যাঙ্গুয়েজ ফ্যান্টাসি ফিল্ম (Multi language fantasy film)। চমকের এখানেই শেষ নয়, এই তথ্য় তিনি শেয়ার করেছেন নিজের একটি ছবি পোস্ট করে। যেই ছবিতে দেখা যাচ্ছে,  সাপের ভাস্কর্য দিয়ে তৈরি বিশালাকৃতি সিংহাসনে রাজার মতো বসে আছেন তিনি। গায়ে নানা ধরনের গহনাও আছে।  আগামী ২৪ অগাস্ট ছবির নির্মাতার এই ছবি সম্পর্কে আরও তথ্য় শেয়ার করবেন বলে জানিয়েছেন অভিনেতা। ,


 






আরও পড়ুন: Bollywood Update: ব্রেন স্ট্রোক হওয়ার পর হাসপাতালের সমস্ত বকেয়া বিল মিটিয়েছিলেন সলমন খান, জানালেন রাহুল রায়


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial