কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে। 


বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে ছেলে উজানের মিষ্টি শুভেচ্ছা


আজ টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক ও অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) জন্মদিন। বাবাকে মিষ্টি শুভেচ্ছা জানিয়ে দারুণ একটি ছবি পোস্ট করেন তাঁর ছেলে ও অভিনেতা উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)। সেই পোস্ট শেয়ার করে পরিচালক কী লিখলেন? বাবা ছেলের একটি ক্যান্ডিড মুহূর্ত ফ্রেমবন্দি। সেটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা উজান গঙ্গোপাধ্যায়। লিখলেন, 'হাজার হাজার সাদা বন্ড পেপার তোমার পার্কার পেনের কালো কালির অপেক্ষায় বসেই থাকে। সামনে দীর্ঘ পথ, ইকির-মিকির লিখে-টিখে, অল্পসল্প-গল্পটল্প বলতে-টলতে হবে। কিন্তু একা নয়। আমায় তোমার 'বেটু' বলো বা তোমার সহযোদ্ধা, একসঙ্গেই যুক্তাক্ষরের মতো গায়ে লেগে থেকে আঁকব অনেক নতুন নতুন ছায়া ও ছবি। শুভ জন্মদিন বাবা।' এই পোস্ট শেয়ার করে 'বার্থডে বয়' কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন, 'নিজের কোলে একটা বন্ধুকে বড় করার সৌভাগ্য কজনের ভাগ্যে জোটে? বেটু, চ' মন দিয়ে মাথা উঁচু করে বাঁচি আমরা তিনজন, আর 'ছবি-টবি বানাই-টানাই'।'


 




আরও পড়ুন: Kishore Kumar: 'ইস দুনিয়া মে পেয়ারে...', কিশোর কুমারের জন্মবার্ষিকীতে বিশেষ শুভেচ্ছাবার্তা ছেলে অমিত কুমারের


ছবি মুক্তির পর প্রথম সাংবাদিক বৈঠক 'রকি অউর রানি' টিমের


'পাঠান' (Pathaan)-এর পথই অনুসরণ করল কর্ণ জোহরের (Karan Johar)-এর ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani)। ছবির সাফল্যের পরে, এই প্রথম সাংবাদিক বৈঠক করলেন তাঁরা, আর সেখানে উঠে এল কত অজানা গল্প! বৃহস্পতিবার মুম্বইতে সাংবাদিক বৈঠকে হাজির হয়েছিলেন রণবীর সিংহ (Ranveer Singh), আলিয়া ভট্ট (Alia Bhatt), কর্ণ, টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury), চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), ধর্মেন্দ্র (Dharmendra) ও অন্যান্য সদস্যরা। এদিন গল্পের ছলে ছবির বিভিন্ন খুঁটিনাটি ভাগ করে নেন কলাকুশলীরা। তারই ঝলক প্রকাশ করা হয় 'ধর্ম প্রোডাকশন'-এর সোশ্যাল মিডিয়া পেজে।


 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial