কলকাতা: ৯৪তম জন্মবার্ষিকী কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের (Kishore Kumar Birth Anniversary)। আর বাবার জন্মদিনে তাঁকে তাঁরই ঢঙে শুভেচ্ছা জানিয়ে ভিডিও পোস্ট করলেন শিল্পী অমিত কুমার গঙ্গোপাধ্যায় (Amit Kumar Ganguly)। দু'লাইন গাইলেন কিশোর কুমারের জনপ্রিয় গান, 'ইস দুনিয়া মে পেয়ারে...'।


সোশ্যাল মিডিয়ায় অমিত কুমারের পোস্ট


কিশোর কুমারের জন্মদিন। এই বিশেষ দিনে অমিত কুমার গঙ্গোপাধ্যায় একটি বিশেষ ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'নমস্কার। হ্যাপি বার্থডে বাবা।' কিন্তু গোটাটাই তিনি বিভিন্ন সুরে, বিভিন্ন লয়ে গেয়ে গেয়ে বলেছেন। হঠাৎ শুনলে ঠিক মনে হবে যেন কিশোর কুমারের কোনও গান শুনছেন। 


তারপরই লয় বদলে তিনি, 'ব্যাক টু মাইনর'। বলেই গাইতে শুরু করেন, 'ইস দুনিয়া মে পেয়ারে দো কাম করনা। ফ্যাশন সে জিনা, ফ্যাশন সে মরনা। আরে তু করলে ফ্যাশন!' ১৯৬৮ সালের সাদা কালো ছবি 'শ্রীমানজি' ছবির জনপ্রিয় গান এটি। ছবিতে অভিনয়ও করেছিলেন কিশোর কুমার। সেই গানেরই স্মৃতি ফেরালেন তাঁর বিশেষ জন্মদিনের শুভেচ্ছায়। 


 






কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমার ওরফে আভাস কুমার গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন ৪ অগাস্ট, ১৯২৯ সালে, মধ্যপ্রদেশের খণ্ডওয়ায়। বাঙালি বাড়িতে জন্ম। কর্মজীবন শুরু করেন দাদা অশোক কুমারের মতোই অভিনেতা হিসেবে। ১৯৪৬ সালে তাঁর প্রথম ছবি 'শিকারি' মুক্তি পায়। শুরু করলেও বিশেষ মন মজেনি অভিনয়ে। এরপরেও কিছু ছবিতে কাজ করলেও ১৯৪৮ সালে 'জিদ্দি' ছবির হাত ধরে প্রথম সঙ্গীত জগতের পথচলা শুরু। এরপর ধীরে ধীরে গায়ক (Singer), গীতিকার (Lyricist), সঙ্গীত পরিচালক (Music Director) হিসেবেই কেরিয়ারে এগিয়ে চলেন তিনি। গান তৈরি করেছেন ও গেয়েছেন হিন্দি, বাংলা, তামিল প্রভৃতি ভাষায়। এছাড়াও একাধিক আঞ্চলিক ভাষা তিনি শিখেছিলেন যেমন মরাঠি, গুজরাতি, অসমীয়া, মালয়লম, ওড়িয়া ও কন্নড়। 


আরও পড়ুন: 'Ghoomer': 'অন্ধকার প্রেক্ষাগৃহ'-এর অভিজ্ঞতাকে হারানো কঠিন, মত 'ঘুমর' অভিনেতা অভিষেক বচ্চনের


কিশোর কুমার সবচেয়ে বেশি সংখ্যক গানে কণ্ঠ দিয়েছেন রাজেশ খন্নার জন্য। তাছাড়াও তিনি জিতেন্দ্র, দেব আনন্দ, অমিতাভ বচ্চনের মতো তাবড় তারকাদের কণ্ঠেও গান গেয়েছেন। কিশোর কুমারের প্রতিভার কথা বলতে শুরু করলে শেষ করা যাবে না। তারই মধ্যে অন্যতম, তিনি পুরুষ এবং নারী, উভয় কণ্ঠেই অত্যন্ত সাবলীলভাবে গান গাইতে পারেন। তাঁকে প্রথম মহিলা কণ্ঠে গাইতে শোনা যায় 'আকে সিধি লগি দিল পে...' গানে। কিশোর কুমারের অনুরাগীর সংখ্যা তো আজও অগুন্তি। আর তিনি কাদের 'ফ্যান' ছিলেন? হলিউড অভিনেতা ও গায়ক ড্যানি কে-র ভক্ত ছিলেন তিনি। কিশোর কুমার নিজের বাড়িতে প্রিয় তারকার পোস্টারও ঝুলিয়ে রাখতেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial