নবাগতার নামও রেখেছেন গর্বিত মা। একটি ছবি শেয়ার করে লিখেছেন, ১০ তারিখ জন্মেছে মিরায়া তাখতানি।
এষার প্রথম সন্তানও মেয়ে, তার নাম রাধ্যা। সে জন্মেছে ২০১৭-র ২০ অক্টোবর।
২০১২-য় ব্যবসায়ী ভরত তাখতানিকে বিয়ে করেন এষা। দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত তিনি।