মুম্বই: তিনিও তারকা দম্পতির সন্তান। একদিকে বাবা সুপারস্টার ধর্মেন্দ্র, অন্যদিকে মা জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনী। তবুও তাঁর ছেলেবেলা কেটেছে লাইমলাইটের আড়ালে, সাধারণ আর পাঁচটা শিশুর মতোই। এবার নিজের সন্তানদের জন্যও একই রকমের ছেলেবেলা চান অভিনেত্রী-মা এষা দেওল। 


এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তাঁর দুই মেয়ে, রাধ্যা ও মিরায়াও সাধারণভাবে বেড়ে উঠুক তাই চান তিনি। এষা জানান, তাঁর ছোটবেলা কেটেছে খুব সাধারণভাবেই, রিক্সা ট্রেনে চড়ে যাতায়াত করেছেন। তিনি জানান, তাঁর ছেলেবেলায় ভারতে এত পাপারাৎজিদের দেখা যেত না। এখন তাই নিজের মেয়েদের লোকচক্ষুর আড়ালেই রাখতে চান।


এক সাক্ষাৎকারে এষা বলেন, 'আমার মা-বাবা সুপারস্টার। তাঁরা কিংবদন্তী। কিন্তু তাঁরা উভয়েই আমাদের অনেক শৃঙ্খলাবদ্ধভাবে, নম্র ও খুব বিনয়ী তৈরি হতে সাহায্য করেছেন।' এষার কথায় তাঁরা এমনভাবে বড় হয়েছেন যাতে বড়দের সম্মান করতে শিখেছেন। তাঁর মতে এর সবটাই সম্ভব হয়েছে কারণ হেমা মালিনী ও ধর্মেন্দ্র তাঁদের সাধারণভাবে বড় করেছেন। 


এই বছর শিক্ষক দিবসে নিজের সবচেয়ে পছন্দের শিক্ষিকাকে শুভেচ্ছাবার্তা জানান অভিনেত্রী এষা দেওল। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাঁর মা অর্থাৎ অভিনেত্রী হেমা মালিনীর উদ্দেশে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন। স্মৃতির সরণী বেয়ে ছোটবেলার একটা থ্রোব্যাক ছবি পোস্ট করেন অভিনেত্রী এষা দেওল। 


এষা তাঁর পোস্টে হেমা মালিনীকে তাঁর 'প্রথম শিক্ষক' হিসাবে সম্বোধন করেন। একইসঙ্গে মায়ের প্রতি নিজের কৃতজ্ঞতাও জানান তিনি। পোস্টে তিনি লেখেন, 'খুদে নৃত্যশিল্পী হিসেবে প্রথম পদক্ষেপ থেকে শুরু করে আজ এক মা হওয়া পর্যন্ত, আমার সবকিছুর কারণ তুমি। তোমার থেকে যেটুকু শিখেছি, যা জ্ঞান আহরণ করেছি সবটাই আমার কাছে আশীর্বাদ স্বরূপ। আমার মা, আমার প্রথম শিক্ষক।'


আরও পড়ুন: Khatron Ke Khiladi 11 Grand Finale: কবে, কখন, কোথায় দেখতে পাবেন 'খতরো কে খিলাড়ি'র গ্র্যান্ড ফিনালে? জেনে নিন সমস্ত তথ্য