নয়াদিল্লি: মাসে ১০,০০০টাকা করে জমিয়ে পেতে পারেন ১৬ লক্ষ টাকা। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে (Post office RD scheme) টাকা রেখে লাভ করতে পারেন এই বিপুল অর্থরাশি। মেয়াদ শেষে ৫.৮ শতাংশ সুদের হারে এই টাকা পাবেন আমানতকারী। জেনে নিন এর পুরো হিসেব।
Post Office Recurring Deposit
সরকারি সুরক্ষার পাশাপাশি রয়েছে নিশ্চিত টাকা ফেরতের সুবিধা। তাই ঝুঁকিহীন বিনিয়োগের ক্ষেত্রে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে বিনিয়োগ করেন বহু আমানতকারী। সেই ক্ষেত্রে অন্যান্য স্কিমের থেকে অপেক্ষাকৃত বেশি সুদ দেয় এই সরকারি স্কিম। যেখানে কম টাকা জমা রেখে বেশি সুদ আশা করতে পারেন বিনিয়োগকারী।পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে(Post Office Recurring Deposit) ন্যূনতম ১০০টাকা রাখতে পারেন গ্রাহক। এখানে সর্বোচ্চ টাকা রাখার কোনও ঊর্ধ্বসীমা নেই।
ব্যাঙ্কের সঙ্গে কোথায় ফারাক Post Office-এর এই স্কিম
৫ বছরের জন্য করতে হয় পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম।এখানেই ব্যাঙ্কের সঙ্গে ফারাক তৈরি হয় পোস্ট অফিসের। ব্যাঙ্কের ক্ষেত্রে ৬মাস,১ বছর, ৩ বছরের জন্য এই RD করতে পারবেন গ্রাহক। পোস্ট অফিসের এই স্কিমে আমানতকারীর জমানো অর্থের ওপর বার্ষিক সুদ অনুযায়ী প্রতি চারমাসে ইন্টারেস্টের হিসেব করা হয়। কমপাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি হারে সুদও এই জমা অর্থের ওপর দেওয়া হয়।
এই স্কিমে ঠিক কত টাকা পাবেন ?
বর্তমানে পোস্ট অফিসের Recurring Deposit Scheme-এ টাকা রাখলে আপনি ৫.৮ শতাংশ সুদ পাবেন।২০২০ সালের ১ এপ্রিল থেকে এই নতুন সুদের হার কার্যকরী হয়েছে। প্রতি কোয়ার্টারে small savings scheme-এর ওপর এই সুদের হার নির্ধারণ করে কেন্দ্রীয় সরকার।
১০,০০০টাকা দিয়ে কীভাবে পাবেন ১৬ লক্ষ ?
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে কেউ প্রতি মাসে ১০,০০০টাকা করে রাখলে ৫.৮ শতাংশ সুদের হারে তা মোয়দ শেষে ১৬ লক্ষ টাকার বেশি রাশিতে পরিণত হবে। সেই ক্ষেত্রে মেয়াদ শেষে ওই ব্যক্তি ১৬,২৮,৯৬৩ টাকা পাবেন।
বিনিয়োগের আগে অবশ্যই জানুন এই বিষয়গুলি
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে কোনও ব্যক্তি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে না পারলে সমস্যা হবে। সেই ক্ষেত্রে ১ শতাংশ করে জরিমানা হিসেবে দিতে হবে আমানতকারীকে। ৪টি মাসিক কিস্তি জমা না পড়লে অ্যাকাউন্ট বন্ধ করে দেবে কর্তৃপক্ষ।
পোস্ট অফিসের রেকারিংয়ের ওপর কর(Tax on Post Office RD)
গ্রাহকের জমানো অর্থের পরিমাণ যদি ৪০,০০০টাকা ছাড়িয়ে যায়, তাহলে TDS দিতে হবে আমানতকারীকে। প্রতি বছর কর বাবদ ১০ শতাংশ কেটে নেবে সরকার। RD থেকে পাওয়া সুদের ওপরও কর নেবে সরকার। তবে মেয়াদ শেষে পাওয়া অর্থ আয়করের আওতায় পড়ে না। বিনিয়োগকারীরা আয় করযোগ্য না হলে তাঁরা TDS ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারেন।সেই ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের মতোই ফর্ম 15G ফাইল করতে তাদের।
ব্যাঙ্কের RD-র সুদ ও মেয়াদ
Yes Bank 7.00% 12 Months to 33 Months
HDFC Bank 5.50% 90/120 Months
Axis Bank 5.50% 5 Years to 10 Years
SBI Bank 5.40% 5 Years to 10 Years
আরও পড়ুন : PPF Update: প্রবীণ নাগরিকদের জন্য সুখবর, পোস্ট অফিসে না গিয়েই তুলুন PPF-এর টাকা
আরও পড়ুন : Post Office Franchise: ৫০০০টাকা দিলেই পোস্ট অফিসের ব্যবসা, প্রতি মাসে বাম্পার আয়ের সুযোগ
আরও পড়ুন ; Post Office Saving Schemes: ৭ শতাংশের বেশি সুদ দিচ্ছে পোস্ট অফিস, এই প্রকল্পে টাকা রাখলেই লাভবান