প্রতিটি ভারতবাসীই বলছেন, কাজ কোথায়? গডকরীর মন্তব্যকে অস্ত্র করে কেন্দ্রকে আক্রমণ রাহুলের
Web Desk, ABP Ananda | 06 Aug 2018 12:56 PM (IST)
নয়াদিল্লি: ক্ষমতায় আসার আগে দেওয়া কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার অভিযোগে কেন্দ্রের এনডিএ সরকারকে লাগাতার আক্রমণ করে চলেছে কংগ্রেস। এবার এ ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরীর মন্তব্যকে অস্ত্র করে নরেন্দ্র মোদী সরকারকে খোঁচা রাহুল গাঁধীর। গত শনিবার ঔরঙ্গাবাদে গডকরীকে মারাঠাদের সংরক্ষণের জন্য আন্দোলন ও মহারাষ্ট্রের আরও বেশ কিছু সংগঠনের একই ধরনের দাবির পরিপ্রেক্ষিতে বলতে শোনা গিয়েছিল, ধরে নিচ্ছি, সংরক্ষণ না হয় দেওয়াই গেল, কিন্তু কাজ কোথায়? কাজই নেই। ব্যাঙ্কে কর্মসংকোচন হচ্ছে তথ্য ও প্রযুক্তির জন্য। সরকারি ক্ষেত্রেও কাজের সুযোগ কমেছে। কেন্দ্রীয় পরিবহণমন্ত্রীর এই মন্তব্য লুফে নিয়ে কংগ্রেস সভাপতি ট্যুইট করেন, চমত্কার প্রশ্ন গডকরীজি। প্রতিটি ভারতবাসীই বলছেন, কাজ কোথায়! গডকরীর মন্তব্য ছাপা মিডিয়া রিপোর্টও ট্যুইটে ট্যাগ করেন তিনি।