নয়াদিল্লি: ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে গেল পর্যটকদের অত্যন্ত ইন্দোনেশিয়ায় প্রিয় শহর লম্বক। মৃতের সংখ্যা অন্তত ৮২, আহত ১০০-র বেশি। কয়েকহাজার বহুতল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে, কংক্রিটের স্তুপে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অনেকে।



প্রতিবেশী বালি দ্বীপেও কম্পন অনুভূত হয়েছে। মৃতদের মধ্যে স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটক- উভয়ই রয়েছেন। প্রথমে মনে করা হয়েছিল কম্পনের মাত্রা ৬.৮। পরে তা সংশোধিত হয় ৭-এ, অল্প সময়ের জন্য সুনামি সতর্কতাও জারি করা হয়।



ইন্দোনেশিয়ার ওয়েস্ট নুসা তেঙ্গারা প্রদেশের লম্বর তিমুর শহরের ১৮ কিলোমিটার উত্তর পশ্চিমে এই ভূমিকম্পের কেন্দ্র বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। গভীরতা ছিল ১৫ কিলোমিটার। কম্পনের পর অন্তত ৯টি আফটারশক অনুভূত হয়, তার মধ্যে একটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৯।