শীঘ্রই সব সামনে আসবে: কঙ্গনার সঙ্গে আইনি লড়াই প্রসঙ্গে হৃত্বিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jun 2016 12:36 PM (IST)
মাদ্রিদ: খুব শিগগিরই সমস্ত কিছু সামনে আসবে, কঙ্গনা রানাউতের সঙ্গে আইনি লড়াই প্রসঙ্গে জানালেন হৃত্বিক রোশন। প্রসঙ্গত, এই নিয়ে আগে খুব একটা মন্তব্য করতে দেখা যায়নি 'কৃশ' অভিনেতাকে। তবে মাদ্রিদে আয়োজিত ১৭ তম আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। হৃত্বিক বলেন, এর পিছনে কিছুই নেই। খুব শিগগির সবকিছু সকলের সামনে আসবে। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে একটি ইন্টারভিউয়ে কঙ্গনা হৃত্বিককে ‘প্রাক্তন’ বলে সম্বোধন করেন। এই নিয়েই বিতর্কের সূত্রপাত। কঙ্গনার বক্তব্য, হৃত্বিক তাঁকে ইমেলে ব্যক্তিগত কথাবার্তা বলতেন। কঙ্গনা দাবি করেন, তাঁদের মধ্যে একটি সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু একথা সম্পূর্ণ অস্বীকার করেছেন হৃত্বিক। তাঁর অভিযোগ, তাঁর নামে কেউ ভুয়ো অ্যাকাউন্ট খুলে একাজ করেছে। কঙ্গনাকে জনসমক্ষে ক্ষমা চাওয়ারও দাবি তুলেছিলেন তিনি। যদিও তা করতে রাজি হননি কঙ্গনা। এরপর আইনি নোটিশও পাঠান হৃত্বিক। এই নিয়েই চলতে থাকে দুতরফের তরজা। সেই বিতর্কই শীঘ্রই জট-মুক্ত হবে বলে জানালেন হৃত্বিক।