নয়াদিল্লি: গণধর্ষণের অভিযোগ দায়ের করলেন মডেল তথা টেলিভিশন শো বিগ বসের প্রাক্তন প্রতিযোগী পূজা মিশ্র। জয়পুরে তিন ভিডিওগ্রাফারের বিরুদ্ধে এই অভিযোগ তিনি দায়ের করেছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে। রাজস্থানের জয়পুরে তাঁর লাইফস্টাইল শো- ‘আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়’-এর প্রোমোশন ও শ্যুটিংয়ের জন্য এসেছিলেন তিনি।
শ্যুটিংয়ের জন্য তিনি ৩ ভিডিওগ্রাফারকে ভাড়ায় নেন। সূত্রের খবর, ওই তিনজনের নাম মোসিম,সুহান ও হরিশ। শ্যুটিংয়ের জন্য তাঁদের পারিশ্রমিক হিসেবে দৈনিক ৮ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল।
শ্যুটিং শেষ হওয়ার পর পূজা হোটেল গ্র্যান্ড ইউনিয়ারা-তে ওই তিনজনকে নৈশভোজের জন্য নিমন্ত্রণ করেন।
পূজার অভিযোগ, নৈশভোজের পর তাঁকে মাদক খাইয়ে বেহুঁশ করে ধর্ষণ করা হয়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, এর আগে পূজাকে একটি ভিডিও ফুটেজে হোটেল কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করতে দেখা গিয়েছিল।
গণধর্ষণের অভিযোগ প্রাক্তন বিগ বস প্রতিযোগী পূজা মিশ্রর!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jun 2016 04:04 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -