মুম্বই ও ইসলামাবাদ: কৃষ্ণসার হরিণ শিকার মামলায় 'বন্ধু' সলমন খানের পাঁচ বছরের কারাদণ্ড হওয়ায় দুঃখিত পাকিস্তান প্রাক্তন পেসার শোয়েব আখতার। সলমনের এই সাজা অত্যন্ত কঠোর বলে মন্তব্য করেছেন শোয়েব। শোয়েব ট্যুইট করে বলেছেন, 'সলমনের পাঁচ বছরের সাজার কথা শুনে সত্যিই খুব দুঃক লাগছে। কিন্তু আইন আইনের পথে চলবে। ভারতের আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। কিন্তু তারপরও আমার মনে হয়, সাজাটা বেশ কঠোরই হয়ে গেল। আমি সলমনের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাচ্ছি। আশা করছি, ও শীঘ্রই ছাড়া পাবে'। উল্লেখ্য, পাঁচ বছরের কারাদণ্ড ছাড়াও ১৯৭২-এর বন্যপ্রাণ আইনে বলিউড অভিনেতার ১০ হাজার টাকা জরিমানাও হয়েছে।