আগামী বছর একইসঙ্গে মুক্তি পাবে এসআরকে, আমিরের ছবি!
ABP Ananda, Web Desk | 22 Dec 2016 10:39 AM (IST)
মুম্বই: আমির খানের আগামী ছবি ‘সিক্রেট সুপারস্টার’ আর শাহরুখ খানের আগামী ছবি নামি একই সময় মুক্তি পাবে। সিক্রেট সুপারস্টারের প্রথম ট্রেলার ইতিমধ্যেই বলিউডে সাড়া ফেলেছে। উল্টোদিকে এসআরকে ইমতিয়াজ আলির সঙ্গে করতে চলেছেন তাঁর আগামী ছবি। হইচইয়ের মধ্যে কেউ খেয়াল করেননি, দুই সুপারস্টারের ছবি প্রায় এক সঙ্গে মুক্তি পাবে দেশজুড়ে! দুই ছবি মুক্তির দিনে সম্ভবত ১ সপ্তাহের বেশি তফাত থাকবে না। ‘সিক্রেট সুপারস্টার’-এর পরিচালক অদ্বৈত চন্দন। ছবিটি মুক্তি পাবে ৪ অগাস্ট। আর শাহরুখ-অনুষ্কা শর্মার ছবিটি মুক্তি পাবে ঠিক এক সপ্তাহ পর অর্থাৎ কিনা ১১ অগাস্ট। দেখা যাবে, কার জন্য বেশি দর্শক ভিড় করেন সিনেমা হলে!