মুম্বই: ‘এক্স এক্স এক্স দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবির নয়া পোস্টারে চূড়ান্ত আকর্ষক দীপিকা পাড়ুকোন।    পোস্টারে নায়ক ভিন ডিজেলের ঠিক নীচে দেখা যাচ্ছে দীপিকাকে। এছাড়াও রয়েছেন ডিপি, রুবি রোজ আর নিনা ডোব্রে।


২০ জানুয়ারি মুক্তি পাবে ‘... জেন্ডার কেজ’।