মুম্বই:  ফের বিস্ফোরক অভিনেতা ঋষি কপূর। এবার তাঁর নিশানা বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। ঋষি কপূরের দাবি, অমিতাভের সঙ্গে সেসময় যে সমস্ত তারকাদের অভিনয় করতে হয়েছিল প্রত্যেকেই একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অমিতাভ তাঁদের কখনও কৃতিত্ব দেননি। তাঁর সঙ্গে এক ছবিতে অভিনয় করলে, প্রচারের যাবতীয় আলো বিগ বি একাই টেনে নেওয়ার চেষ্টা করতেন।


ঋষির অভিযোগ, সেই সময় প্রযোজক-পরিচালকরাও অ্যাকশন নির্ভর ছবি করতে বেশি পছন্দ করতেন। আর এর ফলে অ্যাকশন হিরো হিসেবে সমস্ত আকর্ষণের কেন্দ্রে থাকতেন অমিতাভ। যদিও ‘কভি কভি’ ছবিতে কিছুটা এই নিয়মের ব্যতিক্রম ঘটেছিল। আর অমিতাভের এই বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছিলেন সেসময় তাঁর সমকালীন সমস্ত অভিনেতারাই। তারমধ্যে রয়েছেন শশী কপূর, শত্রুঘ্ন সিনহা, ধর্মেন্দ্র এবং বিনোদ খন্নার মতো অভিনেতারা।

এরপরই অমিতাভকে কটাক্ষ করে ঋষি বলেন, এবিষয়ে কোনও সন্দেহ নেই যে অমিতাভ একজন বড় মাপের অভিনেতা, বিশাল তারকা, অ্যাঙরি ইয়াং ম্যান, এক কালের সর্বকালের সেরা অ্যাকশন হিরো। তাঁর তুলনায় তাঁরা ছোটমাপের তারকা হতে পারেন, কিন্তু অভিনেতা হিসেবে মোটেই ছোট নন। তাঁর সময় রোম্যান্টিক হিরোদের কোনও কদর ছিল না বলিউড ইন্ডাস্ট্রিতে, দাবি ঋষির।

ঋষির সবচেয়ে খারাপ লাগে যে বিষয়টা সেটা হল, অমিতাভ কোনও দিন তাঁর সহ-অভিনেতাদের কৃতিত্ব দেননি। তিনি সব সময় পরিচালক, চিত্রনাট্যকারকেই কৃতিত্ব দিয়েছেন। অথচ তাঁর বহু হিট ছবি যেমন ‘দিওয়ার’, ‘অমর আকবর অ্যান্টোনি’, ‘কুলি’, ‘শোলে’ সমস্ত ছবিতেই তাঁর সঙ্গে স্ক্রিন স্পেস ভাগ করে নিয়েছেন ঋষি, বিনোদ, ধর্মেন্দ্র, শশীর মতো অভিনেতারা। তাঁর ছবি হিট করার পিছনে তাঁদের অবদান অনস্বীকার্য। অথচ সেকথা কখনও স্বীকার করেননি বিগ বি। এই জিনিষ এখন কখনওই চলবে না। কোনও খান অপরের থেকে কম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন না। অথচ ‘খুন পাসিনা’র বিনোদ খন্না, ‘কালা পাথ্থর’-এর শত্রুঘ্ন সিনহা, ‘কভি কভি’-তে শশী কপূররা কখনওই তাঁদের অভিনয়ের স্বীকৃতি পাননি। তাও কাজ করে গেছেন সমস্ত রকমের অসুবিধার মধ্যেই।