এবিপি নিউজের প্রতিনিধি শিলা রাভালকে দেওয়া এক সাক্ষাত্কারে মমতা কেনিয়া থেকে জানালেন তাঁর জীবনের অনেক অজানা তথ্য। জানালেন তাঁর যোগীনি হওয়ার নেপথ্য কারণ।
এই সাক্ষাৎকারে ৪৪ বছর বয়সি বলিউড অভিনেত্রী জানিয়েছেন কীভাবে, কোথায় তাঁর মাদক পাচারকারী ভিকি গোস্বামী বা বিজয়গিরি গোস্বামীর সঙ্গে দেখা হয়েছিল। দুবাইয়ে এক পার্টিতে তাঁদের প্রথম আলাপ। দুবাইয়ে ড্রিমল্যান্ড নামের এক পাঁচতারা হোটেলের মালিক ছিলেন ভিকি। সেখানেই বিভিন্ন সময় বিলাশবহুল পার্টির আসর বসত। এমনই এক পার্টিতে মমতাকে দেখে বাকরুদ্ধ হয়ে যান ভিকি। প্রথম দর্শনে ভিকির মমতাকে ভাল লাগলেও, অভিনেত্রী তাঁকে সেভাবে কোনওদিনই পাত্তা দেননি। কিন্তু অবশেষে ভিকির একনিষ্ঠ চেষ্টার সামনে আত্মসমর্পণ করেন রুপোলি দুনিয়ার এই সুন্দরী।
মমতা জানান, একদিন তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে দুবাইয়ে চলে যান। সেইসময় ভিকি জেলবন্দি ছিলেন। মমতা তখন দুবাইয়ে খুব সাধারণ ভাবেই জীবনযাপন করছিলেন। অবশেষে ২০০০ সালে মমতা তাঁর আধ্যাত্মিক গুরু চৈতন্য গগনগিরি নাথের নির্দেশে দুবাইয়ে ভিকির সঙ্গে দেখা করেন। এরমধ্যে একদিন ভিকি মমতাকে ফোন করে জানান, তিনি অল্প কয়েকদিনের মধ্যে মারা যাবেন। এরপরই তাঁর কাছে পাকাপাকি চলে যাওয়ার সিদ্ধান্ত নেন মমতা, জানিয়েছেন সাক্ষাত্কারে।
রুপোলি দুনিয়ায় একসময় সলমন খান, অক্ষয় কুমার, শাহরুখ খান, সঞ্জয় দত্ত, আমির খান, গোবিন্দা, সঞ্জয় কপূর, সানি দেওলের মতো সফল তারকাদের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করেছেন এই অভিনেত্রী। বলিউডকে উপহার দিয়েছেন সেইসময়ের একের পর এক হিট ছবি। কিন্তু গ্ল্যামার দুনিয়ার প্রতি সেভাবে কখনওই আকর্ষণ অনুভব করতেন না মমতা। অভিনেত্রী জানিয়েছেন, তিনি তাঁর মায়ের চাপে এই দুনিয়ায় পা রেখেছিলেন। তাই কেরিয়ারের চূড়োয় থাকতে থাকতে অন্তরালে চলে যেতে একটুও দ্বিধাবোধ করেননি তিনি।
তিনি এখনও বলিউড ছবি দেখেন কিনা, এপ্রশ্নের উত্তরে মমতা জানিয়েছেন, তাঁর দেখা শেষ বলিউডি ছবি হল ‘মুন্নাভাই’।
তবে আগের মতোই এবারও মমতা জানিয়েছেন, তিনি বা তাঁর প্রেমিক ভিকি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত নন। আপাতত, মমতা একটি বই লেখরা কাজে ব্যস্ত রয়েছেন। তাঁর এই আত্মজীবনীতে তিনি তাঁর জীবনের কথা বলেছেন।
মমতা ভারতে আসতে চান কিনা, এপ্রসঙ্গে অভিনেত্রী জানান তিনি ২০১২ সালে হরিদ্বারে গিয়েছিলেন, ২০১৩ সালে কুম্ভ মেলায় এসেছিলেন। তবে ভবিষ্যতে ভারতে আসবেন কিনা, সেবিষয়ে নিশ্চিত করে এখনও কিছু বলেননি মমতা। তাঁর বক্তব্য ভগবান চাইলে তিনি নিশ্চয়ই আসবেন।
এখানে শুনুন মমতা কুলকার্নির একান্ত সাক্ষাৎকার