সলমনের মন্তব্য একেবারেই অসংবেদনশীল: কঙ্গনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Jun 2016 01:40 PM (IST)
মুম্বই: নিজেকে ধর্ষিতার সঙ্গে তুলনা টেনে যে মন্তব্য সলমন খান করেছেন তার সমালোচনা করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি বলেছেন, সলমনের ওই মন্তব্য চূড়ান্ত অসংবেদনশীল। একইসঙ্গে তিনি বলেছেন, এ ব্যাপারটি নিয়ে সলমনকে লক্ষ্যবস্তুতে পরিণত করা ঠিক হবে না। সুলতান-এর প্রচার উপলক্ষ্যে একটি সাক্ষাত্কারে সলমন এই সিনেমার জন্য তাঁর পরিশ্রমের কথা বলতে গিয়ে নিজেকে ধর্ষিতার সঙ্গে তুলনা করেন। তাঁর এই মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ছাড়াও বেশ কিছু মহিলা সংগঠন ও রাজনৈতিক দলও সলমনের মন্তব্যের প্রতিবাদ করেছে।চাপের মুখে পড়ে সলমনের বাবা ছেলের হয়ে ক্ষমা চেয়েছেন। কিন্তু সলমনের নিজে থেকে ক্ষমা চাওয়ার দাবি জোরাল হচ্ছে। একটি শর্ট ফিল্মের লঞ্চ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কঙ্গনা বলেছেন, এটা খুবই ভয়ঙ্কর কথা, একেবারেই অসংবেনশীল। একইসঙ্গে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী বলেছেন, কোনও কারণে কাউকে লক্ষ্যবস্তুতে পরিণত করাটা ঠিক নয়। কারুর দিকে আঙুল তোলার অভ্যেসটাকে উত্সাহ দেওয়া ঠিক নয়। অন্যকে নিশানা করে নিজেকে মহান হিসেবে তুলে ধরার মানসিকতা বর্জন করতে হবে।