ওয়াশিংটন: গুরুতর অসুস্থ জনপ্রিয় পপ গায়ক জাস্টিন বিবার (Justin Bieber)। ভাইরাসের আক্রমণে তিনি পক্ষাঘাতে আক্রান্ত। নিজের অসুস্থতার কথা ভিডিও শেয়ার করে জানালেন অনুরাগীদের। এই সপ্তাহের শো-ও বাতিল করলেন অসুস্থতার কারণে।
ভাইরাসের আক্রমণে জাস্টিন বিবারের মুখে পক্ষাঘাত-
এদিন ২৮ বছর বয়সী আমেরিকার পপ গায়ক জাস্টিন বিবার তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি নিজের অসুস্থতার (Justin Bieber Health) কথা তুলে ধরেছেন। ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিডিও প্রকাশ করে তিনি জানিয়েছেন যে, তিনি র্যামসে হান্ট সিনড্রোমে (Ramsay Hunt Syndrome) আক্রান্ত। যার কারণেই নানা শারীরিক সমস্যা দেখা দিয়েছে তাঁর। এর পাশাপাশি সুস্থ হওয়া পর্যন্ত কাজ থেকে কিছুটা বিরতি নেওয়ার কথাও জানিয়েছেন জাস্টিন বিবার। অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তিনি এদিন বলেন যে, তাঁর শারীরিক পরিস্থিতি বেশ কিছুটা সিরিয়াস। আর সেই কারণেই সাম্প্রতিক বেশ কিছু শো তিনি বাতিল করতে বাধ্য হয়েছেন।
আরও পড়ুন - Aryan Khan: মাদক কাণ্ড ক্লিনচিট পাওয়ার পর মুখ খুলেই এনসিবির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আরিয়ানের
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে জাস্টিন বিবার বলেন, 'আপনারা যেমন সকলে দেখতে পাচ্ছেন, আমার চোখের পলক পড়ছে না। আমি আমার মুখের একটা অংশ নাড়াতে পারছি না। সঠিকভাবে হাসতে পারছি না। একাধিক সমস্যা রয়েছে আমার মুখের নানা অংশে। আমার মুখমণ্ডলের একটা অংশ সম্পূর্ণভাবে পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে। যাঁরা আমার শো বাতিল করার কারণে মনে দুঃখ পেয়েছেন, তাঁদের উদ্দেশে বলতে চাই, শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না থাকার কারণে আমি শো করতে পারছি না। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা বেশ সিরিয়াস একটা অসুখ।' জাস্টিন বিবার জানিয়েছেন যে, তিনি এই অসুখ থেকে সেরে উঠতে মুখের নানা ব্যায়ামও করছেন। কিন্তু বুঝতে পারছেন না তাঁর সেরে উঠতে ঠিক কতটা সময় লাগবে। জাস্টিন বিবারের মুখের ডানদিক পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে।
জনপ্রিয় পপ গায়কের অসুস্থতায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁরা জাস্টিন বিবারের দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা করছেন। তাঁকে মনোবল যোগাচ্ছেন। অনুরাগীরা জানাচ্ছেন যে, তাঁরা পাশেই আছেন।