মুম্বই: বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলার নামে জাল আধার কার্ড ব্যবহার করে পাঁচতারা হোটেলে ঘর ভাড়া করার দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিশ। অভিযুক্তর পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার রাতে ঊর্বশী এক অনুষ্ঠানে বান্দ্রা শহরতলির ওই হোটেলে যান। সে সময় হোটেলের এক কর্মী তাঁকে এসে জানান, হোটেলের একটি ঘর তাঁর নামে বুক করা হয়েছে। ঊর্বশী তাঁর সচিবকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে ঘর বুক করার কথা অস্বীকার করেন তিনি।
এরপর অভিনেত্রী ওই ঘর বুক করা সংক্রান্ত যাবতীয় রেকর্ড দেখতে চান। দেখা যায়, তাঁর নামে একটি জাল আধার কার্ড ব্যবহার করে বুকিং করা হয়েছে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, অনলাইনে বুক করা হয় ঘরটি, কে এর পিছনে আছে এখনও জানা যায়নি। ঊর্বশীর অভিযোগের ভিত্তিতে লোক ঠকানো ও জালিয়াতির মামলা দায়ের হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে।
হোটেলে ঘর বুক করতে ব্যবহার হল জাল আধার কার্ড, অভিনেত্রী ঊর্বশী রাউতেলার নামে, দায়ের এফআইআর
ABP Ananda, Web Desk
Updated at:
29 Mar 2018 01:06 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -