নয়াদিল্লি: মুক্তি পাওয়ার কথা ছিল শুক্রবার। কিন্তু তার আগে বৃহস্পতিবারই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল মনোজ বাজপেয়ীর ‘দ্য ফ্যামিলি ম্যান ২’। 


‘দ্য ফ্যামিলি ম্যান ১’ দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন দর্শকরা। ফলে ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ নিয়ে প্রত্যাশা ছিলই। দর্শকদের প্রতিক্রিয়া বলছে, তাঁদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। মনোজ বাজপেয়ী, সামান্থা আকিনেনি, প্রিয়ামণি, শারিব হাশমি, সীমা বিশ্বাস, দর্শন কুমার, শরদ কেলকার, সানি হিন্দুজা, শ্রেয়া ধন্বন্তরী, শাহাব আলি, বেদান্ত সিনহা, মেহক ঠাকুর, মাইম গোপী, রবীন্দ্র বিজয়, দেবদর্শনী চেতন, আনন্দস্বামী ও এন আলাগামপেরুমল অভিনয় করেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ। প্রত্যেকের অভিনয়ই দর্শকদের মন জয় করেছে। এই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া কোনও ছবিতে অভিনয় করলেন সামান্থা। ট্রেলারে তাঁর চরিত্র নিয়ে বিতর্ক তৈরি হলেও, এই ছবির নির্মাতারা পাশে দাঁড়ান। পরিচালক রাজ নিদমরু জানান, ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে মারাত্মক ঝুঁকি নিয়েছে সামান্থা। ওর অনুরাগীরা যেভাবে যাবতীয় কাজের দিকে নজর রাখে, তাতে ঝুঁকি ছিলই। অনেকেই বলছেন, সুন্দরী সামান্থার এ কী দশা হয়েছে! আমি তাঁদের বলেছি, সামান্থা এখনও সমান সুন্দরী। তবে তাঁকে অন্যভাবে দেখা যাচ্ছে। এই চরিত্রে অভিনয় করে সামান্থা সাহসিকতার পরিচয় দিয়েছে।’


বিতর্কের জেরেই কি না এখনই বলা যাচ্ছে না, তবে শুধু হিন্দিতেই মুক্তি পেয়েছে ‘দ্য ফ্যামিলি ম্যান ২’। তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাওয়ার কথা থাকলেও, শেষপর্যন্ত সেটা হয়নি। দর্শকরা ট্যুইটারে উচ্ছ্বাস প্রকাশ করলেও, অনেকেই ভাষা নিয়ে সরব হয়েছেন। 


‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ একটি মধ্যবিত্ত পরিবারের আদতে সাধারণ দেখতে এক ব্যক্তির জীবনের নানা ঘটনা তুলে ধরা হয়েছে। দেখে সাধারণ মনে হলেও, শ্রীকান্ত তিওয়ারি নামে এই ব্যক্তি বিশ্বের অন্যতম সেরা চর। শ্রীকান্ত তিওয়ারির ভূমিকায় অভিনয় করেছেন মনোজ। সামান্থার চরিত্রটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।


‘দ্য ফ্যামিলি ম্যান ২’ মুক্তি পাওয়ার আগে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সহকর্মীদের ধন্যবাদ জানান মনোজ। তিনি লেখেন, ‘সব চলচ্চিত্র নির্মাতারই একটি গল্প বলার থাকে। দ্য ফ্যামিলি ম্যান ২ এখনও পর্যন্ত আমাদের সবচেয়ে কঠিন কাজ। আমরা সবাই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের মধ্যে এমন কেউ নেই যার কোনও ব্যক্তিগত ক্ষতি বা কষ্ট হয়নি। আমরা যেমন জীবনহানির জন্য শোকপালন করছি, তেমনই যাঁরা এই কঠিন সময়ে নিরলসভাবে কাজ করে চলেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’