কলকাতা : স্বস্তির খবর রাজ্যের কোভিড চিত্রে। বুধবারের পর বৃহস্পতিবারও ৯ হাজারের নীচেই থাকল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গতকালের থেকে কিছুটা কমে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ৮ হাজার ৮১১ জন। এই সময়পর্বে রাজ্যে কোভিডে মৃত্যু সংখ্যাও বেশ কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিয়েছে ১০৮ জন রাজ্যবাসীকে। বুধবার মৃত্যু হয়েছিল ১৩৫ জনের।


এদিকে, রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৬ হাজার ৯৩৮ জন। যার জেরে একধাক্কায় আরও ৮ হাজার ২৩৫ জন কমে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৭৮০ জনে। পাশাপাশি এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার পৌঁছে গিয়েছে ৯৪.৪৬ শতাংশে।


গত ২৪ ঘণ্টা সময়পর্বে রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৭৪ হাজার ৫৬৮ টি। যার মধ্যে ৮ হাজার ৮১১টি স্যাম্পেলই পজিটিভ। যার সুবাদে আপাতত রাজ্যে করোনার পজিটিভিটি রেট ১১.১০ শতাংশ। যে হার অবশ্য কিছুটা চিন্তায় রেখেছে ওয়াকিবহাল মহলকে।


পাশাপাশি স্বস্তির খবর, বেশ কিছুদিন পর কলকাতায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমে এল হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে ৯৭৬ জন করোনা সংক্রমিত হয়েছেন বলেই জানাচ্ছে ৩ মে প্রকাশিত রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন। এই সময়পর্বে কলকাতায় মৃত্যু হয়েছে ২৭ জনের।


রাজ্যের মধ্যে সংক্রমণের নিরীখে এখনও উত্তর ২৪ পরগণা সব জেলার থেকে ওপরে থাকলেও সেখানেও দৈনিক সংক্রমণ নেমে এসেছে ২ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগণায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৪২ জন। আর এই সময়পর্বে সেখানে মৃত্যু হয়েছে ৩০ জনের।


দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলির মতো যে জেলাগুলোর সংক্রমণ নিয়ে চিন্তা ছিল, সেখানেও ক্রমাগত নিম্নমুখী করোনা পরিসংখ্যান।