স্টেজ শো করলেন ট্রান্সপারেন্ট পোশাকে, এই বলিউড গায়িকার ভিডিও ইন্টারনেটে তুলল ঝড়
সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় নেহা। প্রায়ই তিনি নিজের হট, বোল্ড ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনেহা ২০০২ সালে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। তাঁর জন্ম হয়েছিল ১৯৮২ সালে।
নিজের ফিটনেস নিয়েও ভীষণই সচেতন নেহা। ছুটি কাটানোর ছবিতে নিজের শরীর প্রদর্শন করতেও পিছপা হন না তিনি।
নেহার ঘুরে বেড়ানোর শখ রয়েছে। তাঁর ছবি দেখে স্পষ্ট বোঝা যায়, তিনি সৈকতকে ভীষণই পছন্দ করেন।
সলমন খান অভিনীত ছবি 'সুলতান'-এর গান 'যগ ঘুমেয়া' গানের জন্য তিনি এই অ্যাওয়ার্ড জেতেন।
এখানে বলে রাখা দরকার যে, ২০১৭ সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা মহিলা নেপথ্যশিল্পীর পুরস্কার জেতেন নেহা।
সেখানে নেহা তাঁর অনুরাগীদের জন্য একটি ভিডিও পোস্ট করেছেন।
নেহা নিজের ইনস্টাগ্রামে হালের একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিও থেকে তোলা ছবিই এখানে দেখানো হচ্ছে।
পরের ছবিগুলিতে দেখতে পাবেন নেহার সেই বোল্ড পারফরম্যান্সের ঝলক
গানের পাশাপাশি নেহার পোশাক নিয়ে জোর চর্চা শুরু হয়। কারণ, ওই স্টেজ শোয়ে নেহা কালো রঙের ট্রান্সপারেন্ট পোশাক পরেছিলেন।
নেহা সম্প্রতি একটি স্টেজ শো করেছেন, যেখানে তাঁর বোল্ড ভঙ্গিমায় পারফরম্যান্স সকলের নজর কেড়েছে।
সলমন খান অভিনীত 'টাইগার জিন্দা হ্যায়' ছবির গান 'সোয়্যাগ সে স্বোয়াগত' গানের জন্য সম্প্রতি মিরচি মিউজিক অ্যাওয়ার্ড জিতেছেন গায়িকা নেহা ভাসিন। তবে, অন্য কারণে এবার খবরের শিরোনামে উঠে এসেছেন এই বলিউডি গায়িকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -