মুম্বই: রিল লাইফের ভিলেন বাস্তবে হিরো! প্রায় একডজন বলিউড সিনেমায় খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। 'হিরোপন্তী', 'দাবাং ২', 'ওয়ান্টেড', 'সিংঘম'-এর মতো সিনেমার ভিলেন দক্ষিণী অভিনেতা এবারের ইদে তেলঙ্গানার একটি দরিদ্র মুসলিম পরিবারের হাতে বিশেষ উপহার তুলে দিলেন।
মেহবুবনগর জেলার কোন্ডারেড্ডিপল্লি গ্রামের ছোটে মিঁয়ার পরিবারে এখন খুশির জোয়ার। ওই পরিবারকে একটি মাথা গোঁজার ঠাঁই উপহার দিয়েছেন বলিউড অভিনেতা প্রকাশ রাজ। ৫২ বছরের এই অভিনেতাকে খুব শীঘ্রই 'গোলমাল এগেন' সিনেমায় দেখা যাবে।
অভিনেতা ট্যুইট করে জানিয়েছেন, 'এই পরিবারকে প্রকাশ রাজ ফাউন্ডেশন কর্তৃক নির্মিত বাড়ি উপহার দিয়ে রমজান পালন করছি'।





উল্লেখ্য, ওই গ্রামটি দত্তক নিয়েছেন প্রকাশ রাজ। গত কয়েকমাসে গ্রামটিতে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করেছেন তিনি।