নয়াদিল্লি: একমাত্র সন্তানকে হারালেন বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো 'সা রে গা মা পা'র (Music Reality Show 'Sa Re Ga Ma Pa') সর্বশেষ সিজনের প্রতিযোগী অ্যালবার্ট কাবো লেপচা (Albert Kaboo Lepcha)। গায়কের কন্যা সন্তান, এভলিন (Evelyn), যার বয়স এক বছরও হয়নি, ভর্তি ছিল হাসপাতালে। পরিবার সূত্রে খবর, অসুস্থ অবস্থায় কলকাতারই এক হাসপাতালে ভর্তি ছিল একরত্তি। কিন্তু লড়াই শেষে জয় হল না তার।
সন্তানহারা গায়ক অ্যালবার্ট কাবো
অসুস্থ ছিল একরত্তি এভলিন। ভর্তি করা হয় কলকাতার হাসপাতালে। সেখানে প্রথমে চিকিৎসায় সাড়া দিলেও হঠাৎই অবস্থার অবনতি হতে থাকে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই অত্যন্ত দুঃখজনক খবর দেন গায়ক। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান অনুরাগীরা। তাঁর সহ প্রতিযোগী থেকে শুরু করে অনুরাগী, সঙ্গীত জগতের অন্যান্য শিল্পী, সকলেই শোকপ্রকাশ করেছেন।
অ্যালবার্ট কাবো লেপচা, ওরফে কাবো, 'সা রে গা মা পা' অনুষ্ঠানের সর্বশেষ সিজনের অন্যতম জনপ্রিয় প্রতিযোগী ছিলেন। অনুষ্ঠানের বিচারকমণ্ডলীতে ছিলেন শান্তনু মৈত্র, রিচা শর্মা, শ্রীকান্ত আচার্যর মতো জনপ্রিয় শিল্পীরা। গুরুজির আসনে ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী।
কালিম্পঙের ছেলে অ্যালবার্ট, তাঁর মিষ্টি সুরেলা কণ্ঠ, ভুবন ভোলানো হাসি দিয়ে সহজেই সকলের মন জয় করে নেন। তাঁর স্ত্রী পূজা ছেত্রী (Pooja Chettri) প্রায়ই তাঁদের মেয়ে এভলিনকে নিয়ে 'সা রে গা মা পা'র শ্যুটিং ফ্লোরে আসতেন। অনুষ্ঠানের এক পর্বে বিচারক ও দর্শকের সঙ্গে নিজের পরিবারের পরিচয় করিয়ে দেন কাবো, কীভাবে তাঁকে ছাড়া একাই সংসার টানেন স্ত্রী, জানান সে কথাও।
অ্যালবার্টের কণ্ঠ, তাঁর প্রতিভা তাঁকে অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালের অন্যতম প্রতিযোগী করে তোলে। ফেব্রুয়ারি মাসে এই অনুষ্ঠান শেষ হয়। যুগ্ম প্রথম হন পদ্ম পলাশ ও অস্মিতা কর। দ্বিতীয় স্থান অধিকার করেন অ্যালবার্ট কাবো। তৃতীয় স্থান পান সোনিয়া গজমের। এছাড়াও অ্যালবার্ট সেই সিজনের 'ফেসবুক ভিউয়ার্স চয়েস' অ্যাওয়ার্ড জেতেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন