আবীর দত্ত, দিনহাটা : গণতন্ত্রের উৎসবে শামিল হতে ভোর ভোর ভোটার হাজির হয়েছিলেন ভোটের লাইনে। কিন্তু পঞ্চায়েত ভোটে (Panchayat Elections 2023) অধিকারের ভোট দেওয়া তো দূরে থাক, আদৌ ভোট তাঁরা দিতে পারবেন কি না, তা তৈরি হয়েছে সন্দেহ। কারণ, ভোট দেওয়ার ব্যালট বাক্সই (Ballot Box) ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দেওয়া হয়েছে। ভেতর থেকে ভোটের সমস্ত কাগজ বের করে দেওয়া হয়েছে পুড়িয়ে। তারপর ব্যালট বাক্স ছুড়ে ফেলে দেওয়া হয়েছে মাঠের মধ্যে। ঘটনাস্থল দিনহাটা। ১৩০ নম্বর বুথ।


মাঠের মধ্যে গড়াগড়ি খাওয়া ব্যালট বাক্স ঘিরে দাঁড়িয়ে রাজ্য পুলিশ। রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। অবশ্য কিছু বুঝেই উঠতে পারছেন না তারা। কীভাবে কী কাজ করবেন, তা নিয়ে ধোঁয়াশা স্পষ্ট কেন্দ্রীয় বাহিনীর (Central Force) জওয়ানদের চোখে মুখে। অবশ্য মাঠে তাঁদের হাজিরার জেরেই অন্য এক প্রান্তে অধীর আগ্রহে জোটবদ্ধ হয়ে দাঁড়িয়ে অপেক্ষারত ভোটাররা। তবে ভোট আদৌ কখন শুরু হবে বা হবে কি না, সে নিয়ে রয়েছে ধোঁয়াশা। আর অপেক্ষার মাঝে মাঠের মাঝে কেন্দ্রীয় বাহিনীর পাশে থাকা রাজ্য পুলিশ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ভোটাররা। তাঁদের অভিযোগ, 'পুলিশগুলো তো সব নীরব দর্শক।'


গোটা ঘটনা নিয়ে দিনহাটার বুথে হাজির পুলিশবাহিনী কী জানাচ্ছে ? কীভাবে এভাবে ব্যালট বাক্স তছনছ করার ঘটনা ? এর পিছনে কারা রয়েছেন ? যে কোনও প্রশ্ন করলেও কারোর উত্তর 'আমার জানা নেই'। কারোর আবার উত্তর 'আমার দেখার বা বলার কাজ নয় এগুলো'। ঘটনা কি নির্বাচন কমিশনে জানানো হয়েছে ? দিনহাটার বুথে কি ভোট আদৌ শুরু করা যাবে ? এসব প্রশ্নেরও কোনও উত্তর মেলেনি।


প্রবল ধোঁয়াশার মাঝেই খানিক ভয় ও আশা-আশঙ্কার দোলাচলে যেখানে অপেক্ষা ভোটারদের, সেখানে ভয়ের ছবি প্রিসাইডিং অফিসারের চোখে মুখে। তাঁর কথায়, 'মাঝরাতে কয়েকজন বুথে হামলা চালায়। ব্যালট বাক্স ছিনিয়ে নেয়। সব কাগজ বের করে পুড়িয়ে দিয়ে ব্যালট বাক্স মাঠে ছুড়ে ফেলে দিয়ে যায়। কারা করেছে, বলতে পারব না।'                       


আরও পড়ুন- পঞ্চায়েত নির্বাচন ঘিরে অভিযোগের পাহাড় ! তবে অফিসে গরহাজির নির্বাচন কমিশনার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial