মুম্বই: মঞ্চে দাঁড়িয়ে তেলুগু মহাতারকা বিজয় দেবেরাকোন্ডা (Vijay Devarakonda)। প্রিয় তারকাকে সামনে থেকে দেখে আবেগবিহ্বল অনুরাগী (fan)। ছুটে গিয়ে ছুঁতে গেলেন অভিনেতার পা। চমকে উঠে মঞ্চ ছাড়তে উদ্যত অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও (viral video)। 


অনুরাগীর 'তাড়না'য় মঞ্চ ছাড়লেন বিজয় দেবেরাকোন্ডা, ভাইরাল ভিডিও


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে 'বেবি' ছবির সাফল্যের উদযাপনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন বিজয় দেবেরাকোন্ডা। এই ছবিতে অভিনয় করেছেন তাঁর ভাই আনন্দ দেবেরাকোন্ডা। 


যে ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে এক অতি-উৎসাহী অনুরাগী হঠাৎই মঞ্চে দাঁড়িয়ে থাকা বিজয়ের দিকে ছুটে যাচ্ছেন। উদ্দেশ্য প্রিয় অভিনেতার চরণ স্পর্শ করা। সেই সময় নীল পাঞ্জাবী পরে চোখ ধাঁধানো সাজে 'বেবি' সম্পর্কে কথা বলছিলেন 'লাইগার' অভিনেতা। আবেগতাড়িত অনুরাগীর কাণ্ডে যথেষ্ট চমকেই যান তিনি। 


মঞ্চের সামনে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপ পেরিয়ে দৌড়ে বিজয় দেবেরাকোন্ডার পা ধরতে যান অনুরাগী। হতচকিত অভিনেতা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরিস্থিতি এড়াতে পিছন দিকে ছুটে যান। সঙ্গে সঙ্গেই ওই অনুরাগীকে আটকে দেন নিরাপত্তারক্ষীরা, ততক্ষণে বিজয়ের পা ছুঁতে গিয়ে তিনি প্রায় মঞ্চে শুয়ে পড়েছেন। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


প্রসঙ্গত, ১২ জুলাই রোম্যান্টিক ড্রামা ঘরানার ছবি 'বেবি' মুক্তি পায়। পরিচালনা করেন সাই রাজেশ নীলম। এই ছবিতে অভিনয় করেছেন বৈষ্ণবী চৈতন্য ও বিরাজ অশ্বিন। 


অন্যদিকে, কর্মক্ষেত্রে বিজয় দেবেরাকোন্ডাকে এরপর দেখা যাবে 'খুশি' নামক ছবিতে। সামান্থা রুথ প্রভুর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। শিবা নির্ভানা পরিচালিত এই ছবি ১ সেপ্টেম্বর মুক্তি পাবে। এরপর বিজয় দেবেরাকোন্ডার হাতে রয়েছে আরও দুটি ছবি, যেগুলির নাম প্রাথমিকভাবে ঠিক হয়েছে 'ভিডি ১২' ও 'ভিডি ১৩'।


তাঁর শেষ ছবি 'লাইগার' মুক্তি পায় ২০২২ সালে। অনন্যা পাণ্ডের বিপরীতে তিনি অভিনয় করেছিলেন এই ছবিতে। যদিও বক্স অফিসে বিশেষ সাফল্য লাভ করতে পারেনি এই ছবি। 


আরও পড়ুন: Watch: দর্শকাসনে স্ত্রী, র‍্যাম্পে হাঁটার মাঝেই দীপিকার গালে আদুরে চুম্বন রণবীরের


২০১১ সালে 'নুভিলা' ছবির হাত ধরে সিনে দুনিয়ায় পা রাখেন বিজয় দেবেরাকোন্ডা। 'ইয়াবদে সুব্রহ্মণ্যম' ছবিতে তাঁর অভিনয় বিপুল প্রশংসা লাভ করে। 'পেল্লি চুপুলু' ও 'অর্জুন রেড্ডি'র সাফল্যের পর সুপারস্টার তকমা পান বিজয় দেবেরাকোন্ডা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial