কলকাতা: পায়ে পায়ে ৩৫-এ পা সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-র। বিশেষ এই দিনটি ইন্ডাস্ট্রির বন্ধু থেকে শুরু করে সহকর্মীদের নিয়েই কাটালেন অভিনেত্রী। তবে মাঝরাতে পেলেন একটা চমক। কি সেটা? অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় এখন প্রিয় তারকাদের ছবি ভিডিও এডিট করা হয় প্রায়ই। তেমনই এক ফ্যানপেজ (Fan Page) থেকে এডিট করা একটি ছবি এখন ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে প্রয়াত অভিনেতা ঋষি কপূরের (Rishi Kapoor) কোলে তাঁর নাতনি রাহা (Raha)। মিষ্টি সেই এডিট করা ছবি দেখে কী প্রতিক্রিয়া দিলেন নীতু কপূর (Neetu Kapoor)? আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা খবরগুলি
জন্মদিনে মধ্যরাতে মিমির ফ্ল্যাটের দরজায় আচমকা হাজির বন্ধুরা
পায়ে পায়ে ৩৫-এ পা সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-র। বিশেষ এই দিনটি ইন্ডাস্ট্রির বন্ধু থেকে শুরু করে সহকর্মীদের নিয়েই কাটালেন অভিনেত্রী। তবে মাঝরাতে পেলেন একটা চমক। কি সেটা? সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে মিমির মধ্যরাতে জন্মদিন উদযাপনের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, একেবারে রাতপোশাকে বাড়িতে রয়েছেন মিমি, আর সেই সময়েই তাঁর বাড়িতে হাজির সমস্ত বন্ধুরা। এসেছে কেক, 'বার্থ ডে গার্ল'-এর জন্য বিশেষ চশমা, মুকুট। দরজা খুলেই হাসতে হাসতে বন্ধুদের মুখের ওপরেই দরজা বন্ধ করে দিতে চান মিমি। তবে তাঁর সেই অনুরোধ শোনা হয় না মোটেই। সাদা টি-শার্ট আর শর্টসেই কেক কাটেন মিমি। তাঁর মাথায় পরিয়ে দেওয়া হয় আলো জ্বলা টিয়ারা, 'হ্যাপি বার্থডে' (Happy Birthday) লেখা চশমা। মিমির ভিডিওতে অবশ্য দেখা যাচ্ছে না তাঁর বন্ধুদের। তবে গলা শুনে বোঝা যায়, মিমির বাড়িতে যাঁরা হাজির ছিলেন তাঁদের মধ্যে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)। মিমি ও অনিন্দ্যর বন্ধুত্ব ইন্ডাস্ট্রির কাছেও বেশ পরিচিত। রাতে বন্ধুদের নিয়ে একটি পার্টির আয়োজন করেছিলেন মিমি। নায়িকা পরেছিলেন একটি কাঁধ খোলা নীল পোশাক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), জিৎ (Jeet), শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও অন্যান্য বন্ধুদের নিয়ে কেক কাটেন অভিনেত্রী। খাইয়েও দেন বন্ধুদের। তবে মিমির জন্মদিনে দেখা মিলল না তাঁর একসময়ের প্রিয় বান্ধবী নুসরত জাহান (Nusrat Jahan)-এর। এলেন না যশ দাশগুপ্ত (Yash Dashgupta)-ও।
ঋষি কপূরের কোলে খুদে রাহা, ঠাকুর্দা-নাতনির 'এডিটেড' ছবি দেখে কী প্রতিক্রিয়া নীতু কপূরের?
সোশ্যাল মিডিয়ায় এখন প্রিয় তারকাদের ছবি ভিডিও এডিট করা হয় প্রায়ই। তেমনই এক ফ্যানপেজ (Fan Page) থেকে এডিট করা একটি ছবি এখন ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে প্রয়াত অভিনেতা ঋষি কপূরের (Rishi Kapoor) কোলে তাঁর নাতনি রাহা (Raha)। মিষ্টি সেই এডিট করা ছবি দেখে কী প্রতিক্রিয়া দিলেন নীতু কপূর (Neetu Kapoor)?হাসি মুখে নাতনির মুখের দিকে তাকিয়ে ঋষি কপূর। কোলে পুঁচকে রাহা। সম্প্রতি অনুরাগীদের এডিট করা এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঋষি কপূরের পরনে একটি নীল টি-শার্ট, আর প্রিন্টেড ড্রেসে খুদে। এই ছবিটি পোস্ট করা হয়, ক্যাপশনে লেখা হয়, 'যদি ঋষি জি আমাদের সঙ্গে আজও থাকতেন... এবং রাহার সঙ্গেও।' এই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন আলিয়া ভট্টের মা, অভিনেত্রী সোনি রাজদানও। লেখেন, 'এটা খুব দুর্দান্ত একটা এডিট। আমাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছে। ধন্যবাদ।'এই পোস্ট দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন নীতু কপূরও। সোনি রাজদানের স্টোরি রিশেয়ার করে নীতু কপূর লিখেছেন, 'এটা খুবই মিষ্টি।' ঋষি কপূর ২০২০ সালের ৩০ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঋষি ও নীতুর ছেলে রণবীর কপূর ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন আলিয়া ভট্টকে। ২০২২ সালের ৬ নভেম্বরে রাহা কপূরের জন্ম হয়।
আরও পড়ুন: Dev on Mithun: মিঠুনদার জন্য দলের সঙ্গে লড়েছি, আমার কাছে কর্তব্য আর রাজনীতি আলাদা: দেব