নয়াদিল্লি: বলিউড তারকাদের নিয়ে তাঁদের অনুরাগীদের আগ্রহ কম নয়। প্রিয় তারকাকে এক ঝলক দেখতে কোনও কোনও অনুরাগী এমন কাজ করেন, যা অবাক করে দেয়। এবার তেমনই একটা ঘটনা ঘটল। ১৮ দিনে পায়ে হেঁটে ৯০০ কিলোমিটার পথ অতিক্রম করে মুম্বই পৌঁছলেন গুজরাতের দ্বারকার এক তরুণ!উদ্দেশ্য, একটাই। প্রিয় অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে দেখা করা। অক্ষয়ের এই একনিষ্ঠ অনুরাগীর নাম পরবত।



অক্ষয় ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, সেখানে তাঁকে তাঁর ওই অনুরাগীদের সঙ্গে কথাবার্তা বলতে দেখা গিয়েছে। ওই ভিডিওতে অক্ষয়ের অনুরাগীকে বলতে শোনা গিযেছে যে, দ্বারকা থেকে পায়ে হেঁটে কীভাবে মুম্বই পৌঁছেছেন তিনি। অক্ষয় তাঁর ওই অনুরাগীর সঙ্গে একটি সেলফিও শেয়ার করেছেন। অভিনেতা লিখেছেন, আপনাদের সঙ্গে দেখা করতে সবসময়ই ভালো লাগে। আপনাদের এই ভালোবাসার জন্য সর্বদা ধন্যবাদ জানাই। কিন্তু আপনাদের কাছে আমার আর্জি, দয়া করে এমন কাজ কখনওই করবেন না। নিজের সময়, উদ্দীপনা, সংস্থান নিজের জীবনকে ভালো করার কাজে ব্যবহার করুন। এমন এলে আমার খুব ভালো লাগবে। পরবতকে শুভেচ্ছা জানাই।



ভিডিও শেয়ার করে অক্ষয় লিখেছেন, আজ পরবতের সঙ্গে দেখা করেছি। ও দ্বারকা থেকে ১৮ দিনে ৯০০ কিমি হেঁটে মুম্বইতে এসেছে, যাতে রবিবার ও আমার সঙ্গে দেখা করতে পারে। তরুণরা যদি তাঁদের লক্ষ্যে পৌঁছনোর জন্য এমন পরিকল্পনা ও দৃঢ়সংকল্পতার পরিচয় দেয়, তাহলে কোনও কিছুই বাধা হয়ে উঠতে পারবে না।
অক্ষয় পরবতকে এ ধরনের কাজ দ্বিতীয়বার না করার কথাও বলেছেন। ওই অনুরাগীকে খাওয়া-দাওয়া করে যাওয়ার কথাও বলেছেন অক্ষয়।
উল্লেখ্য, অক্ষয়ের সদ্যমুক্তিপ্রাপ্ত ‘মিশন মঙ্গল’ সিনেমা বক্সঅফিসে সাফল্য পেয়েছে।