নয়াদিল্লি: পাকিস্তানকে তীব্র আক্রমণ করে ভারতের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে তাদের মাথা ঘামানো উচিত নয় বলে অভিমত জানালেন মুখতার আব্বাস নকভি। পাকিস্তান বরং নিজেদের দেশের সংখ্যালঘুদের করুণ দশার দিকে নজর দিক, বলেছেন তিনি।
পাকিস্তান সংখ্যালঘুদের কাছে নরক আর ভারত স্বর্গ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী। তিনি বলেছেন, পাকিস্তানে সামাজিক, ধর্মীয় অধিকার, মানবাধিকার নেই সংখ্যালঘুদের। ভারতে কিন্তু সংখ্যালঘুরা সকলেই নিরাপদ।
অসমে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)ঘিরে বিতর্কের প্রতি ইঙ্গিত করে নকভির দাবি, এটা স্রেফ একটি প্রক্রিয়া, কোনও চূড়ান্ত রায় নয়। এ নিয়ে কারও আতঙ্ক ছড়ানো উচিত নয় বলেও অভিমত তাঁর।
জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদেরও নিশানা করেন তিনি। বলেন, জম্মু ও কাশ্মীর এবং লে-তে এখন শান্তি বহাল থাকায় বিচ্ছিন্নতাবাদীরা আতঙ্কিত।
কংগ্রেস দল ও তাদের সর্বোচ্চ নেতৃত্বকে টার্গেট করেও নকভি অভিযোগ করেন, ওদের মগজ এতটাই সারবস্তুহীন যে দেশের পক্ষে কোনটা ভাল, সেটা ভাবার ক্ষমতাই নেই! কংগ্রেস দেশদ্রোহী, বিশ্বাসঘাতকদের সুরেই কথা বলছে বলে দাবি করে রাহুল গাঁধীকে প্রচ্ছন্ন ইঙ্গিত করে তিনি বলেন, কংগ্রেসের একাধিক নেতার কথাবার্তা পাকিস্তানের লোকজনের মতোই। প্রসঙ্গত, প্রাক্তন কংগ্রেস সভাপতির বক্তব্যকে পাকিস্তান ৩৭০ অনুচ্ছেদ বাতিল ইস্যুতে রাষ্ট্রপুঞ্জকে লেখা চিঠিতে উদ্ধৃত করেছে পাকিস্তান। তা নিয়েই এই প্রতিক্রিয়া নকভির।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মনমোহন সিংহ, প্রিয়ঙ্কা গাঁধী সহ কংগ্রেস নেতাদের সমালোচনা উড়িয়ে তিনি তোপ দাগেন, যে পরিবারটা অর্থনীতিকে শেষ করে দিয়েছে, একের পর এক কেলেঙ্কারি করেছে, তাদের আর্থিক অবস্থা নিয়ে মাথা না ঘামালেও চলবে। দেশ এখন নিরাপদ হাতে রয়েছে বলে মন্তব্য করেন নকভি।
পাকিস্তান সংখ্যালঘুদের কাছে নরক, ভারত স্বর্গ! মত নকভির
Web Desk, ABP Ananda
Updated at:
02 Sep 2019 04:01 PM (IST)
কংগ্রেস দল ও তাদের সর্বোচ্চ নেতৃত্বকে টার্গেট করেও নকভি অভিযোগ করেন, ওদের মগজ এতটাই সারবস্তুহীন যে দেশের পক্ষে কোনটা ভাল, সেটা ভাবার ক্ষমতাই নেই!
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -