মুম্বই: অভিনয়ের জন্য যতটা না জনপ্রিয় হতে পেরেছিলেন, তার চেয়েও লকডাউনে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন সোনু সুদ। নানা সমস্যা সমাধানে তিনি বারবার নিজে থেকে এগিয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়া বা খবরের কাগজে কারও অসুবিধার খবর পেলে ঝাঁপিয়ে পড়েছেন। কখনও তিনি পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর চেষ্টা করেছেন,কখনও বেকারদের চাকরি পাওয়ার জন্য ওয়েবসাইট তৈরি করেছেন। ট্যুইটারে, হেল্প লাইন নম্বরে যখন যে যেমন সাহায্য চেয়েছেন, নিজের সর্বস্ব দিয়ে তাঁকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে খ্যাতির বিড়ম্বনাও তো থাকে। তাই ঢুকে পড়ছে বেনো জলও। কিছুদিন আগে এক কিশোর বেশ কিছু দামি ভিডিয়ো গেম চেয়েছিলেন সোনুর কাছে। তাঁকে সোনু পরামর্শ দিয়েছিলেন গেমসের চেয়ে তার এখন বই পড়া জরুরি, তাই তিনি বেশ কিছু ভাল বই কুরিয়ার করে দেন। আর এবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে সোনুর কাছে এবার কয়েক দিন ব্যবহারের জন্য একটি গাড়ি চেয়ে বসলেন এক ব্যক্তি। তাঁকে মোক্ষম জবাবও দিলেন সোনু।


ওই ব্যক্তি লিখেছেন, ‘‘সোনু স্যার, আমার স্ত্রী’র দাদা-দাদির সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য একটি গাড়ি প্রয়োজন। আপনি কি এক সপ্তাহের জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দিতে পারবেন? আমি নিজেই সেটি চালিয়ে যাব।'ভক্তের ওই আবদারে একটু রসিকতা করে সোনু লেখেন, 'আপনি কেন নিজে চালিয়ে যাবেন। আমি আপনাকে পৌঁছে দিয়ে আসব। দয়া করে শুধু বলে দেবেন, কোন গাড়িতে যেতে চান, আর গাড়িতে এসির তাপমাত্রা কত রাখতে হবে।'