কলকাতা: সদ্য মুক্তি পাওয়া ছবি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। বক্সঅফিসে মোটামুটি ব্যবসা করেছে এই ছবি। তবে একজন তারকা যত বড় তারকাই হয়ে যান না কেন, তাঁকে যেন সবসময়েই মাটির কাছাকাছি থাকতে হয়। তাঁকে মনে রাখতে হয়, তিনি এই জায়গাটা পেয়েছেন তাঁর অনুরাগীদের জন্য। সেই কথা যেন ভুলে যাননি সলমন খানও (Salman Khan)। 'সিকন্দর' (Sikandar) মুক্তির পরে সলমন এই প্রথম ব্যক্তিগতভাবে তাঁর বাড়িতে অনুরাগীদের সঙ্গে দেখা করলেন। শুধু দেখা নয়, ধৈর্য্য ধরে শুনলেন তাঁদের সমস্ত কথা, আবেগ, অনুযোগ। আর সলমনের এই স্বভাবের কারণেই যেন ফের আরও একবার নতুন করে মুগ্ধ তাঁর অনুরাগীরা। 

'সিকন্দর' মুক্তির আগে, সলমন খুব একটা ভাল করে ছবির প্রচার সারতে পারেননি। তার কারণ ছিল তাঁর নিরাপত্তা। বাবা সিদ্দিকির মৃত্যু ও তারপরে একাধিক খুনের হুমকি পাওয়ার পরে কড়া নিরাপত্তা বলয়ে রয়েছেন সলমন খান।  'সিকন্দর' -এর শ্যুটিং করার সময় ও তাঁর সেটে কড়া নিরাপত্তা ছিল। পরিচয়পত্র দেখিয়ে সবাইকে সেটে ঢুকতে হচ্ছিল। শুধু সেটে নয়, সলমনের বাড়িতেও ছিল কড়া নিরাপত্তা। বুলেটপ্রুফ কাচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বাড়ির সমস্ত ব্যালকনি। ঘরেও জানলার পাশে দাঁড়ানো নিষেধ সলমনের। সব মিলিয়ে কড়া নিরাপত্তায় রয়েছেন তিনি। আর সেই কারণেই তাঁর প্রচারে কিছু কাটছাঁট করতে হয়েছিল। 

প্রচারের সময় একতরফা মন ভেঙেছিল অনুরাগীদের। ছবি মুক্তি মানেই তো তারকাকে কাছ থেকে দেখার সুযোগ। তবে এই ছবি মুক্তির সময় সেটা হয়নি। তার ওপর সদ্য গিয়েছে ঈদ। বিশেষ এই দিনে সলমনকে দেখা যায় তাঁর বাড়ির ব্য়ালকনিতে। কুর্তা পাজামা পরে তিনি অনুরাগীদের দিকে তাকিয়ে হাত নাড়েন। তাঁর বাড়ির বাইরে তাঁকে এক ঝলক দেখার জন্য ভিড় জমে যায়। তবে এবারেও তিনি অনুরাগীদের সামনে এলেন বটে, কিন্তু বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে। নিরাপত্তার কারণেই। সলমনকে সরাসরি দেখা হল না অনুরাগীদের। 

কিন্তু আজ সলমন সরাসরি অনুরাগীদের সঙ্গে দেখা করেন, কথা বলেন। আর সেখানে কোথাও অনুরাগীরা তাঁকে ঘিরে মুগ্ধতা ব্যক্ত করেছেন তো কোনও অনুরাগী তাঁকে উপদেশ দিয়েছেন কবীর খান ও আলি আব্বাস জাফরের মতো পরিচালকদের সঙ্গে নতুন কাজ করতে। সব কথাই ধৈর্য্য ধরে শুনেছেন সলমন। উত্তরও দিয়েছেন। আর তাঁর এই ব্যবহারে ফের একবার মুগ্ধ অনুরাগীরা।