রুপোলি পর্দায় তাঁর ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে নিজের টুইটার থেকে একটি ভিডিও শেয়ার করেন শাহরুখ। ভিডিওতে ‘দিওয়ানা’ ছবির জনপ্রিয় গান ‘কোই না কোই চাহিয়ে পেয়ার করনে ওয়ালা’ গানের সঙ্গে বাইক চালিয়ে আসছেন শাহরুখ। ক্যামেরার সামনে এসে দর্শকদের উদ্দেশ্যে বক্তব্যও রাখেন তিনি।
ভিডিওটিতে শাহরুখ থেকে কিং খান হয়ে ওঠার পিছনে সমস্ত অবদান তাঁর দর্শকদেরই দেন তিনি। তিনি বলেন, ‘আমি দর্শকদের বিনোদনের চেষ্টা করেছি। কিছু সময় বিফলও হয়েছি কিন্তু তবুও দর্শকরা আমায় ভালোবেসেছেন। তাঁরা কেবল আমায় তাঁদের হৃদয়ে জায়গা দিয়েছেন এমনটাই নয়, তাঁরা ২৭ বছর ধরে হৃদয়ে রেখেছেন। তাঁদের অনেক অনেক ধন্যবাদ।’
পর্দায় অভিষেকের আগে দিল্লিতে থিয়েটার করতেন শাহরুখ। এরপর টেলিভিশনে ‘ফৌজি’ বা ‘সার্কাস’-র মতো টিভি শো করেছেন তিনি। ‘দিওয়ানা’ হিট হওয়ার পর ‘বাজিগর’, ‘কর্ণ অর্জুন’ ‘ডর’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কাল হো না হো’, ‘পরদেশ’, ‘স্বদেশ’, ‘মোহব্বতে’, ‘কভি খুশি কভি গম’, ‘চক দে ইন্ডিয়া’ ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’, ‘মাই নেম ইজ খান’ একের পর এক ছবিতে অভিনেতা হিসেবে তাঁর জাত চিনিয়ে দিয়েছেন শাহরুখ। আদায় করে নিয়েছেন বলিউডের কিং খান খেতাব।
সম্প্রতি ‘লায়ন কিং’ ছবির ডাবিং করতে ব্যস্ত শাহরুখ। এই কাজে তাঁর সঙ্গী বড় ছেলে আরিয়ান। ‘লায়ন কিং’-এ শোনা যাবে তাঁর গলাও।
সম্প্রতি শাহরুখের ছবি ‘জিরো’ বক্স অফিসে তেমন সাফল্য অর্জন করতে না পারলেও ‘ফ্যান’, ‘ডিয়ার জিন্দেগী’, ‘দিলওয়ালে’ ছবির সাফল্য ভুলিয়ে দিয়েছে তাঁর ব্যর্থতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, আপাতত কিছুদিনের বিরতি নিতে চান। নতুন এবং মনপসন্দ কাজ না হলে এক্ষুনি কাজে হাত দিতে নারাজ কিং খান।
বলিউডে ২৭ বছর পূর্ণ প্রিয় তারকার। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ অনুরাগীরা ঘুরে দেখলেন তাঁর ফেলে আসা ২৭ বছর। ব্যবহার করলেন ‘২৭ ইয়ার্স অফ এসআরকে’ হ্যাসট্যাগ। দেখে নিন সেইসব পোস্টারের কিছু ঝলক।
শাহরুখের ছবির সাফল্য অথবা ব্যর্থতা তাঁর অনুরাগীদের মনে আর তেমন প্রভাব ফেলে না। ঈদ হোক বা নতুন বছর, শাহরুখের মন্নতের সামনে ভিড় জমান অনুরাগীরা। আগামী দিনেও হয়তো এমনভাবেই বলিউড বাদশার আসন থাকবে শাহরুখের অধিকারেই।