‘৮৩’ ছবিটি ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাসের উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে। ছবিতে রণবীর সিংহ আছেন ক্যাপ্টেন কপিলের ভূমিকায়। আর কপিলের স্ত্রী রোমির চরিত্রে রণবীর-পত্নী দীপিকা। কবীর খান পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি, সাকিব সালিম, প্রমুখ। ছবির শুটিং চলছে লন্ডনে। সেই উপলক্ষ্যে এখন টিম ‘৮৩’ ইংল্যান্ডেই। বিশ্বকাপের ময়দানেও রণবীর সিংহকে দেখা গেছে। সেই ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ‘৮৩’র বিশ্বকাপ জয়ের ৩৬ বছর পূর্তি! কী করলেন রণবীর সিংহ দেখুন
Web Desk, ABP Ananda | 26 Jun 2019 07:37 AM (IST)
সামনের বছরই কপিলের ভূমিকায় পর্দায় অবতীর্ণ হচ্ছেন তিনি। তার আগে এবছর ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ৩৬ বছর পূর্তি উদযাপন করলেন রণবীর সিংহ।
মুম্বই: সামনের বছরই কপিলের ভূমিকায় পর্দায় অবতীর্ণ হচ্ছেন তিনি। তার আগে এবছর ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ৩৬ বছর পূর্তি উদযাপন করলেন রণবীর সিংহ। সেই বিশেষ মুহূর্তের ভিডিও এবং রণবীর সিংহের আগামী ছবি ‘৮৩’র ক্যামেরার পিছনের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ৩৬ বছর আগে এই দিনে...ভারত পৃথিবীকে উল্টে দিয়েছিল। দেখুন সেই পোষ্ট।