কলকাতা: ফারহা খানের নতুন শো ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই শো-এ ফারহা বিভিন্ন তারকার বাড়ি যান। ঘুরে দেখান তাঁদের বাড়ির অন্দরমহল। সেই সঙ্গে চলে দেদার গল্প। তারকারা কে কেমনভাবে থাকেন, তা দেখার আগ্রহ সমস্ত সাধারণ মানুষেরই। ফলে তাঁদের ঘরের কোনায় কোনায় ক্যামেরার চোখ দিয়ে নজর রাখতে দিব্যি ভালবাসেন অনুরাগীরা। আর সদ্যই ধনশ্রী বর্মা (Dhanashree Verma)-র বাড়িতে গিয়েছিলেন ফারহা।
ফারহা তাঁর কুক বা রাঁধুনিকে নিয়ে ধনশ্রীর বাড়ি গিয়েছিলেন। তাঁর প্রিয় খাবার নিয়ে। আর সেখানেই তিনি ঘুরে দেখালেন ধনশ্রীর বাড়ির আনাচ কানাচ। চোখ জুড়নো ইন্টিরিয়র আর সুন্দর সুন্দর আসবাবে ভর্তি ধনশ্রীর বাড়ি। গল্পে কথায় উঠে এল, ধনশ্রীর প্রাক্তন স্বামী যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) কথাও। ফারহাই তাঁর কথা তুললেন। আর সেই কথা শুনে, কী প্রতিক্রিয়া হল ধনশ্রীর?
ফারহা ধনশ্রীর গোটা বাড়িই ঘুরে ঘুরে দেখেছেন। আর সেইভাবে ঘুরতে ঘুরতেই ফারহার চোখে পড়ে যায় ধনশ্রীর বাড়ির দেওয়ালের একটি ছবি 'লাভ বার্ডস'-এর ছবি। ফারহা এই ছবি দেখে জানান, সেটি তাঁর খুব পছন্দ হয়েছে। এর জবাবে ধনশ্রী হেসে বলেন, 'লাভ বার্ডস.. ম্যানিফেস্টিং'। এরপরে ফারহা জানান, তাঁর সঙ্গে ধনশ্রীর প্রাক্তন স্বামী যুজবেন্দ্র চাহালের যোগাযোগ রয়েছে। তিনি ফারহা-কে মা বলেন এবং মাঝেমধ্যেই মেসেজ করেন। এর উত্তরে ধনশ্রী বলেন, 'তাই নাকি.. বেশ মিষ্টি ব্যাপার।' এরপরে ফারহা ধনশ্রীকে নিয়ে তাঁর জীবন, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং ইত্যাদি বিষয়ে কথা তোলেন। এতে ধনশ্রী জানান, তিনি এখন একেবারে ঠিক আছেন।
সম্প্রতি জানা গিয়েছিল, যুজবেন্দ্র চাহালের থেকে ৬০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন ধনশ্রী বর্মা। তবে সদ্যই প্রকাশ্যে এসেছে নতুন একটি তথ্য। সেখানে জানা যাচ্ছে, ৬০ কোটি নয়, ধনশ্রী খোরপোশ বাবদ পেয়েছেন ৪.৭৫ কোটি টাকা। প্রতিবেদন অনুসারে, এই অর্থের মধ্যে চাহাল ২.৩৭ কোটি টাকা আগেই দিয়ে দিয়েছেন। বাকি টাকার খুব তাড়াতাড়ি ধনশ্রীকে দিয়ে দেওয়া হবে। সদ্যই ধনশ্রীর পরিবারের এক ব্যক্তি, ধনশ্রী ও চাহলের বিবাহবিচ্ছেদ নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, 'খোরপোশ সংক্রান্ত যা তথ্য রটেছে, সবই মিথ্যে। ৬০ কোটি টাকা! এত টাকা তো দাবিই করা হয়নি আমাদের কারোর তরফ থেকে। এমনকি আমাদের এত টাকা অফার পর্যন্ত করা হয়নি। কী করে এই গুঞ্জন ছড়াল, জানি না। কিন্তু এটাই বলতে চাই, এটা শুধুমাত্র গুজব, এই তথ্যের কোনও সত্যতা নেই।'