মুম্বই: গতবছর ঘোষণা করেছিলেন, গতকাল সোমবার তাঁদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদও হয়ে গেল, জানিয়ে দিলেন অভিনেতা ফারহান আখতার এবং অধুনা ভবানি।
সোমবার ফারহান-অধুনার দীর্ঘ সতেরো বছরের বিবাহিত জীবনে পাকাপাকি ইতি পড়ল। বান্দ্রা আদালত পরিচালক-অভিনেতা এবং তাঁর প্রাক্তন স্ত্রী অধুনার বিবাহবিচ্ছেদের মামলায় পূর্ণ সম্মতি দিল। ২০১৬ সালের ১৯ অক্টোবর আদালতে বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন ফারহান-অধুনা।
ফারহান-অধুনার প্রথম কাউন্সেলিং হয়েছিল ১৫ নভেম্বর। তারপর তাঁদের ছমাস সময় দেওয়া হয়। এরমধ্যে তাঁদের সিদ্ধান্ত নিতে বলা হয়, যদি তাঁরা একে অপরের কাছে ফের ফিরে যেতে চান, অথবা মামলা তুলে নিতে চান। এরমধ্যে অবশ্য সিদ্ধান্ত পরিবর্তনের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি দুপক্ষ থেকেই।
আপাতত ফারহানের দুই মেয়েরই দায়িত্ব অধুনার। তবে ফরাহান চাইলে যেকেনও মুহূর্তে দুই মেয়ের সঙ্গে দেখা করতে পারেন।
আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়ে গেল ফারহান-অধুনার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Apr 2017 02:17 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -