মুম্বই: ফারহান আখতার জানিয়ে দিলেন, নিজের ফেসবুক অ্যাকাউন্ট বরাবরের জন্য ডিলিট করে দিয়েছেন তিনি। যদিও এর কোনও কারণ জানাননি ফারহান।
টুইট করে তিনি বলেছেন, সুপ্রভাত। আমি আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট বরাবরের জন্য ডিলিট করে দিলাম। তবে ভেরিফায়েড ফারহানআখতারলাইভ পেজটি থাকবে আগের মত।
দেখুন তাঁর টুইট
[embed]https://twitter.com/FarOutAkhtar/status/978458644529459200[/embed]
কেমব্রিজ অ্যানালিটিকা বিতর্কে গ্রাহকদের তথ্য ফাঁস করার অভিযোগে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে ফেসবুক। #ডিলিটফেসবুক প্রচারে যোগ দিয়েছেন দেশ বিদেশের বহু সেলিব্রিটি।
নিজের ফেসবুক অ্যাকাউন্ট বরাবরের জন্য ডিলিট করে দিলেন ফারহান আখতার
ABP Ananda, Web Desk
Updated at:
27 Mar 2018 12:32 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -