নিজের ও আদিত্যর একটি ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে মন্তব্য, গুজব, শান্তিতে বিশ্রাম নাও।
শোনা যাচ্ছিল, আদিত্যর সঙ্গে শ্রদ্ধার মাখামাখিতে ঈর্ষাণ্বিত ফারহান। এ নিয়ে এক অনুষ্ঠানে তাঁদের কথা কাটাকাটিও হয়েছে।
আশিকি টু ও ওকে জানু-তে একসঙ্গে কাজ করেছেন আদিত্য-শ্রদ্ধা। ফারহানের সঙ্গে শ্রদ্ধা কাজ করেছেন রক অন টু ছবিতে।