নয়াদিল্লি : সদ্যই ওটিটি প্ল্য়াটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ফারহান আখতারের নতুন ছবি 'তুফান'। মুক্তি পাওয়ার পর থেকেই প্রশংসিত হচ্ছে এই ছবি। শুধু দর্শকদের প্রশংসাতেই ভরে যাচ্ছে না। 'তুফান' প্রশংসিত হচ্ছে বলিউডের সেলেব মহলেও। সেই তালিকায় নতুন সংযোজন বলিউডের বাদশা শাহরুখ খান। তিনিও ফারহান আখতারের 'তুফান' দেখে তাঁর মতামত জানালেন।


রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত 'তুফান' ছবিতে অভিনয় করেছেন ফারহান আখতার, পরেশ রাওয়াল, ম্রুণাল ঠাকুর, মোহন আগাসে, সোনালি কুলকার্নি, বিজয় রাজ এবং বলিউডের আরও অন্যান্য তাবড় অভিনেতারা। পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরাকেও এই ছবিতে একটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এই ছবিই কেমন লাগল বলিউডের বাদশা শাহরুখ খানের, তা তিনি নিজেই ট্যুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন।


শুক্রবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'তুফান'। শুক্রবার সন্ধেয় শাহরুখ খান তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, 'আমার বন্ধু ফারহান আখতার এবং রাকেশ ওমপ্রকাশ মেহরাকে জানাই অনেক অভিনন্দন এত সুন্দর একটি ছবি তৈরির জন্য। ছবিতে অসাধারণ অভিনয় করেছেন পরেশ রাওয়াল, মোহন আগাসে, ম্রুণাল ঠাকুর এবং হুসেন দালাল।' এখানেই শেষ নয়। তিনি তাঁর রিভিউ শেষ করেছেন এই বলে যে, 'আমাদের প্রত্যেকের 'তুফান'-এর মতো ছবি তৈরি করতে হবে।' প্রসঙ্গত, এর আগে ফারহান আখতারের পরিচালিত ছবি 'ডন ২'-তে অভিনয় করেছিলেন শাহরুখ খান।


বলিউডের বাদশা শাহরুখ খান যখন এমন প্রশংসা করেন, তখন তো গর্বে বুকের ছাতি কিছুটা বেড়েই যায় বৈকি। শাহরুখ খানের প্রশংসার জবাবে ফারহান আখতারও তাঁকে ধন্যবাদ এবং ভালবাসা জানিয়েছেন। অন্য একটি টুইটে ফারহান আখতার লিখেছেন, 'তুফান' দেখে যাঁরাই মতামত জানিয়েছেন, তাঁদের প্রত্যেককে আমার হৃদয় থেকে ভালবাসা জানাই। অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য।'


প্রসঙ্গত, ২০১৩-এ মুক্তি পাওয়া 'ভাগ মিলখা ভাগ' ছবির পর রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে ফারহান আখতারের দ্বিতীয় স্পোর্টস ড্রামা 'তুফান'। যা প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে।