বাচ্চু দাস, শিলিগুড়ি: এবার জেলাতেও পার্ক হোটেলকাণ্ডের ছায়া। কোভিড বিধি না মেনে গতকাল শিলিগুড়ির বার-কাম-রেস্তোরাঁয় চলছিল পার্টি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ। হাতেনাতে গ্রেফতার করে ৪১ জনকে। ধৃতদের মধ্যে ১৫ জন মহিলা। বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু হয়েছে। কোভিড পরিস্থিতিতে এতজনকে লক আপে রাখা সম্ভব না হওয়ায় পরে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। 


কখনও পাঁচ তারা হোটেল, কখনও আবার বার-কাম-রেস্তোরাঁ। করোনা বিধি ভাঙার প্রবণতা যেন থামছেই না। বিধি ভেঙে শহর থেকে জেলায় চলছে হুল্লোড়। পার্ক হোটেল, হোটেল হিন্দুস্তানের পর এবার শিরোনামে শিলিগুড়ির বার-কাম-রেস্তোরাঁ। এক সপ্তাহের মধ্যে উঠে এল শহর সহ জেলার তিন হোটেল এবং বার-কাম-রেস্তোরাঁর নাম। 


করোনা-বিধি উড়িয়ে মধ্যরাতে পার্কস্ট্রিটের পাঁচতারা হোটেলে স্যাটার্ডে নাইট পার্টি। বাধা দেওয়ায় পুলিশের ওপর চড়াও হওয়ার অভিযোগও ওঠে। ঘটনায় গ্রেফতার করা হয় ৩৭ জনকে। বাজেয়াপ্ত করা হয়, মার্সিডিজ-সহ ২টি বিলাসবহুল গাড়ি। বিদেশি মদের বোতল ও গাঁজা। গত রবিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। সরকারি বিধিনিষেধ তোয়াক্কা না করে, পার্ক হোটেলে উদ্দাম পার্টি করার অভিযোগ ঘিরে এখন চরম আলোড়ন। ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ১০ জনকে ডেকে পাঠানো হয় লালবাজারে। ওই ১০ জনের মধ্যে ছিলেন হোটেলের ফ্লোর ম্যানেজার, লবি ম্যানেজার, হোটেলের সঙ্গে যুক্ত ডিজে এবং বার ও বেভারেজের দায়িত্বে থাকা ম্যানেজার। 


পার্ক হোটেলের ম্যানেজারকে সিসিটিভি ফুটেজ সহ তলব করে আবগারি বিভাগ। শুক্রবার পার্ক স্ট্রিটের এই অভিজাত হোটেলের জেনারেল ম্যানেজার-সহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন আবগারি দফতরের অফিসাররা। হোটেল কর্তৃপক্ষই কি মদ সরবরাহ করেছিল? নাকি বাইরে থেকে মদ আনা হয়েছিল? পার্ক হোটেলে পার্টিকাণ্ডে এই প্রশ্নের উত্তর খুঁজতে, হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে আবগারি দফতর।


১০ জুলাই পার্ক হোটেলে পার্টি চলার পাশাপাশি হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালেও একটি জন্মদিনের পার্টি হয়। অভিযোগ, আবগারি দফতরের অফিসাররা যাওয়ার আগেই হোটেলের লবির আলো নিভিয়ে অনেকে পালিয়ে যান। হোটেলের ম্যানেজারের কাছে ঘটনার দিনের সিসি ক্যামেরার ফুটেজ চেয়ে পাঠিয়েছে আবগারি দফতর। কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে, সি সি ক্যামেরা খারাপ ছিল পার্টির দিন। তাই উদ্ধার করা যাচ্ছে না পার্টির কোনও সি সি ক্যামেরার ফুটেজ।