মুম্বই: ফারহান আখতারের বাবা সুরকার জাভেদ আখতার ও মা চিত্রনাট্যকার হনি ইরানির কথা সকলে জানে। কিন্তু এতেই সন্তুষ্ট নন ফারহান। পূর্ব পুরুষদের শিকড়ের সন্ধান করছেন তিনি।
ফারহানের সন্ধান গিয়ে ঠেকেছে উত্তরপ্রদেশে, লখনউ থেকে ৮০ কিলোমিটার দূরে খয়রাবাদে। ফারহানের বাবার দিকের সম্পর্কে, তাঁর ঠাকুর্দার ঠাকুর্দা ফজল এ হক খয়রাবাদি নামী কবি ও দার্শনিক ছিলেন। সিপাহি বিদ্রোহে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধও করেন তিনি। আন্দামানের সেলুলার জেলে যাবজ্জীবন কারাদণ্ড চলাকালীন তাঁর মৃত্যু হয়।
ফারহান চান, এইসব তথ্য নিয়ে আরও কাজ করতে, যাতে পূর্ব পুরুষদের আরও ইতিহাস স্পষ্ট হয় তাঁর সামনে। তাই তিনি ব্যক্তিগতভাবে এইসব জায়গায় ঘুরে সব তথ্য সংগ্রহ করতে চান।
যদিও ফারহানের কাছ থেকে এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
শিকড়ের সন্ধানে ফারহান আখতার, ফিরতে চান উত্তরপ্রদেশে
ABP Ananda, Web Desk
Updated at:
14 Jan 2017 03:03 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -