কলকাতা: বৃহস্পতিবার সকালে বিনোদন জগতে শোকের ছায়া। প্রয়াত হয়েছেন যশ চোপড়ার (Yash Chopra) পত্নী পামেলা চোপড়া (Pamela Chopra)। সকাল থেকে বলিউডের তারকারা শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন তাঁর বাসভবনে। আর তাঁর স্মৃতি হাতড়াতে গিয়েই 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' (Dilwaale Dulhaniya Lee Jayenge)-র স্মৃতি হাতড়ালেন অভিনেত্রী ফারিদা জালাল (Farida Jalal)।
পামেলা চোপড়ার স্মৃতিতে কথা বলতে গিয়ে ফারিদা বলছেন, 'উনি ছিলেন একজন দারুণ মানুষ। 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবিটি তৈরির সময় সমস্ত দিকে নজর থাকত ওঁর। ওটাই ছিল ওঁর ছেলে আদিত্য চোপড়ার প্রথম ছবি। ছেলের ছবির শ্যুটিংয়ের সময় সমস্তরকম প্রয়োজনে হাজির থাকতেন পামেলা। এমনকি ছবির প্রপস থেকে শুরু রান্নাবান্না সমস্ত দিকেই নজর থাকত পামেলার। ছবিটা এত সাফল্য পেয়েছিল কারণ সেটে সবসময় হাজির থাকতেন পামেলা। আমি একদিকে যশজীকে দেখতাম, অন্যদিকে পামেলাজীকে। দেখতাম আদির অক্লান্ত পরিশ্রমও। মনে হত, এই ছবিটা কী করে সাফল্য না পেয়ে থাকতে পারে? একটা ছবির সঙ্গে গোটা একটা পরিবারের যুক্ত থাকা একটা অন্যরকম আবেগের। আর সেটা ভেবেছিলাম, সেটাই হল। সাফল্য পেল 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। দুর্দান্ত গান করতেন পামেলাজী, আমাদের ভ্যানে এসে আমাদের সঙ্গে দারুণভাবে মিশে যেতাম। কাজল, আমি, অনুপম (অনুপম খের) আর পামেলাজী একসঙ্গে বসে পরিবারের মতোই গল্প করতাম। উনি না থাকলে এই অভিজ্ঞতাগুলো হত না।'
বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক, 'যশ রাজ ফিল্মস'-এর প্রতিষ্ঠাতা যশ চোপড়ার স্ত্রী, প্রয়াত হলেন ২০ এপ্রিল সকালে। সূত্রের খবর, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি ছিলেন পামেলা চোপড়া। অবস্থার অবনতি এমনই হয় যে তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তর করতে হয়। শত চেষ্টা সত্ত্বেও বার্ধক্যের সঙ্গে লড়াই শেষে ২০ এপ্রিল মৃত্যু হয় তাঁর। এক জাতীয় স্তরের বিনোদন পত্রিকা সূত্রে খবর, পামেলা চোপড়া প্রায় ১৫ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন নিউমোনিয়া নিয়ে। ডাক্তার প্রহ্লাদ প্রভুদেসাই বলেন, 'আজ তিনি মারা গেছেন। ১৫ দিন ধরে তিনি লীলাবতি হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন। ওঁর নিউমোনিয়া হয়েছিল।'
এদিন পামেলা চোপড়ার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই 'যশ রাজ ফিল্মস'-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট করে নিশ্চিত করা হয়। পোস্টে লেখা হয়, 'ভারী হৃদয় নিয়ে, চোপড়া পরিবার আপনাদের জানাচ্ছে যে পামেলা চোপড়া, ৭৪, আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ে সকাল ১১টায় তাঁর মৃত্যু হয়। আপনাদের প্রার্থনার জন্য আমরা কৃতজ্ঞ এবং এই কঠিন ও দুঃখের সময় পরিবার আপনাদের কাছ থেকে খানিক গোপনীয়তা প্রার্থনা করছে।'