মুম্বই: পর্ন ছবির প্রাক্তন তারকা মিয়া খলিফা ইতিমধ্যেই ভারতের কৃষক বিক্ষোভের সমর্থনে মুখ খুলেছেন। এবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেলিব্রিটি, দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়ার উদ্দেশে তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, এত কিছু ঘটছে, মিসেস জোনাস চুপ কেন।
মিয়া খলিফা আদতে লেবাননের মেয়ে। কিন্তু তিনি সেলিব্রিটি হয়ে উঠেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে আসার পর, প্রাপ্তবয়স্কদের জন্য ছবিতে অভিনয় করতেন, যদিও বেশ কিছুদিন আর পর্ন ছবিতে দেখা যায়নি তাঁকে। ভারতের কৃষক আন্দোলনের খোলাখুলি সমর্থন করেছেন তিনি। তারপর থেকে একের পর এক টুইট করে চলেছেন বিক্ষুব্ধ কৃষকদের সমর্থনে। এবার আরও এক টুইটে তিনি প্রশ্ন করেছেন প্রিয়ঙ্কা চোপড়ার ‘নীরবতা’ নিয়ে। প্রিয়ঙ্কাকে নিশানা করে মিয়া খলিফা প্রশ্ন করেছেন, মিসেস জোনাস কখন কিছু বলবেন? জানতে উৎসুক। এতো আমার বেইরুট ধ্বংস হওয়া নিয়ে শাকিরার চুপ করে থাকার মত লাগছে। চুপ।
দেখুন তাঁর টুইট
মিয়া খলিফার টুইট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকে তাঁর প্রশ্নকে সমর্থন করেছেন। আবার অনেকে তাঁকে মনে করিয়ে দিয়েছেন, প্রিয়ঙ্কা চোপড়া এই ইস্যুতে আগেই অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।
প্রিয়ঙ্কা গত বছর ৬ ডিসেম্বর পঞ্জাবি অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কৃষক আন্দোলন নিয়ে টুইট রিটুইট করেন। কৃষকদের সমর্থনে তিনি লিখেছেন, আমাদের কৃষকরা ভারতের খাদ্য জওয়ান। তাঁদের ভয় দূর করা উচিত। তাঁদের দাবি মেনে নেওয়া উচিত। এক সফল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমাদের উচিত, তাঁদের আশ্বাস দেওয়া যে এই সমস্যা সমাধান দ্রুত পাওয়া যাবে।
দেখুন তাঁর টুইট
প্রিয়ঙ্কা এই মুহূর্তে আমেরিকায়। বলিউড কার্যত ছেড়ে দিয়েছেন তিনি। এখন তাঁকে দেখা যাচ্ছে হলিউডে, বিয়ে করেছেন তাঁর থেকে বয়সে ১০ বছরের ছোট, গায়ক নিক জোনাসকে। কৃষক আন্দোলনের সমর্থনে এগিয়ে এসেছেন বেশ কয়েকজন নামী দামী বিদেশি সেলিব্রিটি। এঁদের মধ্যে রয়েছেন পপ তারকা রিহানা এবং কিশোরী পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ।